ওয়্যার ট্রান্সফার কি?কিভাবে ওয়্যার ট্রান্সফার করা হয়? What is Wire Transfer?
ওয়্যার ট্রান্সফার কি?কিভাবে ওয়্যার ট্রান্সফার করা হয়?
ওয়্যার ট্রান্সফার কি?
একটা ব্যাংক থেকে আরেকটি ব্যাংকে ইলেক্ট্রনিকভাবে ফান্ড ট্রান্সফার করার প্রক্রিয়াকে সাধারণত ওয়্যার ট্রান্সফার বলা হয়।
এক্ষেত্রে ব্যাংকে যাওয়া এবং প্রত্যাহারের স্লিপগুলো পূরণ করা বা জমা করার প্রয়োজন হয় না। একটি ওয়্যার ট্রান্সফারের সমস্ত লেনদেন আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে করা হয়।
একটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ইলেক্ট্রনিকভাবে এই ফান্ড ট্রান্সফার করা যায়। একটি দেশের একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য দেশের অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য এই ওয়্যার ট্রান্সফার সিস্টেমটি সবচেয়ে দ্রূততম উপায়।
এটি সবচেয়ে সুরক্ষিত একটি সিস্টেম। কারণ কোন ফান্ড ট্রান্সফার করার সময় দুটি নির্দিষ্ট এবং ভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হয়।
ওয়্যার ট্রান্সফার কত প্রকার?
ওয়্যার ট্রান্সফার সাধারণত দুই (২) ধরনের হয়ে থাকে। যেমন ঃ
১) ডোমেস্টিক ফান্ড ট্রান্সফার
২) ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফার
ডোমেস্টিক(Domestic) ফান্ড ট্রান্সফার কি?
যখন একটি দেশের ভিতরে একটি ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের আরেকটি ব্যাংক অ্যাকাউন্টে ইলেক্ট্রনিকভাবে কোন ফান্ড ট্রান্সফার করা হয় তখন সেটাকে ডোমেস্টিক(Domestic) ফান্ড ট্রান্সফার বলা হয়।
ইন্টারন্যাশনাল(International) ফান্ড ট্রান্সফার কি?
যখন একটি দেশের কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে অন্য দেশের আরেকটি ব্যাংক অ্যাকাউন্টে ইলেক্ট্রনিকভাবে কোন ফান্ড ট্রান্সফার করা হয় তখন সেটাকে ইন্টারন্যাশনাল(International) ফান্ড ট্রান্সফার বলা হয়।
ওয়্যার ট্রান্সফারের জন্য কি কি লাগে?
ওয়্যার ট্রান্সফারের জন্য অল্প কয়েকটি জিনিষের প্রয়োজন হয়। যেমন ঃ
আপনি যার কাছে ফান্ড ট্রান্সফার করবেন তার নাম এবং ঠিকানা
আপনি কি পরিমাণ ফান্ড ট্রান্সফার করতে চাচ্ছেন বা ফান্ডের পরিমান কত
যেই দেশের যেই ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন তার নাম এবং ঠিকানা
যেই অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্ট নাম্বার এবং সেটি কি ধরনের অ্যাকাউন্ট
ব্যাংকের সুইফট কোড
ফান্ড ট্রান্সফারের কারণ কি
কিভাবে ওয়্যার ট্রান্সফার করা হয়?
যেহেতু ওয়্যার ট্রান্সফার হল এক ধরনের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার তাই ওয়্যার ট্রান্সফার করার জন্য প্রথমে দুটি ব্যাংকের প্রয়োজন হবে। দুটি ব্যাংক যখন নিজেদের মধ্যে ওয়্যার ট্রান্সফার করে থাকে তখন একটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে এই ফান্ড ট্রান্সফার করা হয়।
এখানে মুলত ওই সময় তারা সেই ব্যাংকে শুধু একটি ম্যাসেজ পাঠিয়ে ইনফর্ম করে দেয়। পরে ব্যাংকের অফিসার সেই ম্যাসেজ দেখে সেই অ্যাকাউন্টে সেই পরিমাণ ফান্ড অ্যাড করে দেয়। এখন ভাবতে পারেন তাহলে টাকা কোথায় যায়? তারা তো শুধু একটা ম্যাসেজ পাঠিয়ে দিয়েছে।
এই টাকা গুলো পরে ব্যাংকে ব্যাংকে সেটেল করে নেয়। প্রত্যেকটা ব্যাংকেরই একটা ফিন্যান্সিয়াল ওয়ে থাকে। এই ফিন্যান্সিয়াল ওয়ের মাধ্যমে তারা সেটেল করে নেয়। ধরেন টাকা পাঠিয়ে দিলো তাতে লাভ কি? কারন বাংলাদেশের এই টাকা তো আমেরিকাতে চলবে না। তাই এটার একটা সিস্টেম আছে যেটাকে বিনিময় সিস্টেম বলে।
ওয়্যার ট্রান্সফারের মাধ্যম কয়টি?
ওয়্যার ট্রান্সফারের অনেকগুলো মাধ্যম আছে।তবে জনপ্রিয় এবং নিরাপদ মাধ্যম হল চারটি (৪)। যথাঃ
আপনার নিজের ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ওয়্যার ট্রান্সফার করতে পারেন
নিজে ব্যাংকের শাখায় গিয়েও ট্রান্সফার করতে পারবেন
ব্যাংকের অফিসারের সাথে ফোনের মাধ্যমে ট্রান্সফার করতে পারেন
সবশেষে আপনি অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে করতে পারেন।