গুগল অ্যাডসেন্স কি? কিভাবে গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব?Whai Is Google Adsense?

গুগল অ্যাডসেন্স কি? কিভাবে গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব?

গুগল অ্যাডসেন্স কি? কিভাবে গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব?Whai Is Google Adsense?

গুগল অ্যাডসেন্স কি?

গুগল অ্যাডসেন্স হল গুগলের একটি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশিং প্রোগ্রাম বা গুগলের বিজ্ঞাপন প্রদর্শনী কেন্দ্র। আরেকটু বিস্তারিতভাবে যদি বলি কোন কম্পানি বা প্রতিষ্ঠানের কাছ থেকে তাদের বিজ্ঞাপন নিয়ে সেটি বিভিন্ন মাধ্যমে প্রদর্শন করে সে নিজেও টাকা নিবে এবং যার মাধ্যমে প্রদর্শন করাবে তাকেও টাকা দিবে এটাই হল গুগল অ্যাডসেন্স। ফলে সেই কম্পানিও লাভবান হবে, গুগল নিজেও লাভবান হবে এবং যার মাধ্যমে বিজ্ঞাপন দেখালো সেও লাভবান হবে। 

গুগল অ্যাডসেন্স কত প্রকার?

গুগল অ্যাডসেন্স সাধারণত দুই (২) ধরনের হয়ে থাকে। যথাঃ

হোস্টেড অ্যাকাউন্ট 

নন হোস্টড অ্যাকাউন্ট 

হোস্টেড অ্যাকাউন্ট ঃ হোস্টেড অ্যাকাউন্ট বলতে আমরা ইউটিউবের জন্য যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যবহার করি তাকেই বুঝায়। 

নন হোস্টেড অ্যাকাউন্ট ঃ নন হোস্টেড অ্যাকাউন্ট বলতে আমরা ওয়েবসাইট বা অ্যাপ এর জন্য যেসকল অ্যাডসেন্স ব্যবহার করি তাকেই বুঝায়। 

কিভাবে গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব? 

আপনার যদি একটি ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট বা একটি অ্যাপ থাকে তবে আপনার একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে। আর সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন অ্যাড প্রদর্শনের জন্য প্রস্তুত হবে তখন আপনার অ্যাডসেন্সে ডলার জমা হতে থাকবে। এই জমানো ডলার আপনার হাতে পাবার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। 

ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার আগে আপনার অ্যাডসেন্সে ১০০ ডলার থাকা লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্রথমে গুগল অ্যাডসেন্সে লগইন করতে হবে। লগইন করার পর উপরে কর্নারের দিকে অ্যাকশন নামে একটি আইকন দেখতে পাবেন। সেটার উপর টাচ বা ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাড পেমেন্ট মেথড নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে আবার ক্লিক করতে হবে। এরপর আপনি কোন মাধ্যমে টাকা পেতে চান তা দেখতে পাবেন। সেখান থেকে আপনি ব্যাংক অপশন বেছে নিবেন। ব্যাংক অপশনে আসলে আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে।

সেখানে প্রথমে আপনার নাম দিবেন। খেয়াল রাখতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেই নাম এবং অ্যাড্রেস দিয়েছেন ঠিক সেইম যেন হয়। একটু ভুল হলে কিন্তু টাকা ব্যাংকে আসবেনা। পরে সেই ব্যাংকের নাম দিতে হবে। তারপর সেই ব্যাংকের সুইফট কোড দিতে হবে। এই সুইফট কোড কোথায় পাবেন? চিন্তার কোন কারণ নেই।

আপনি গুগলে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন বা আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকে গিয়েও পেতে পারেন। সবশেষে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখবেন অ্যাকাউন্ট নাম্বার ১৭ ডিজিটের সম্পূর্ণটা দিবেন। পরে সেভ অপশনে গিয়ে সেভ করে দিবেন। 

কত তারিখ গুগল অ্যাডসেন্স ব্যাংকে টাকা পাঠায়?

অনলাইন থেকে ইনকাম করার অন্যতম সেরা মাধ্যম হল গুগল অ্যাডসেন্স। আপনার গুগল অ্যাডসেন্সে যখন ১০০ ডলার বা তার বেশি জমা হবে তারপরই সেই টাকা ব্যাংকে পাঠাবে। এর কম হলে ব্যাংকে টাকা পাঠাবে না। গুগল অ্যাডসেন্স এই ডলার প্রতি মাসের ২০ তারিখে পাঠানো শুরু করে। মানে আপনার এই মাসে যত ডলার ইনকাম হবে সেই ডলার আগামী মাসের ২০ তারিখ ব্যাংকে পাঠাবে।  এক্ষেত্রে একেক ব্যাংকে একেক দিন টাকা জমা হয়। সাধারণত ৭ থেকে ১৪ দিনের মধ্যে এই টাকা ব্যাংকে  এসে জমা হয়। 

গুগল অ্যাডসেন্সের সুবিধা কি? 

গুগল অ্যাডসেন্স হল একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এটার সবচেয়ে বড় সুবিধা হলো এখানে ডলার থাকলে আপনি অবশ্যই পাবেন মানে ধোকাবাজি তারা কখনোই করবে না। এছাড়া এখানের নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠিন। তাই আপনি নিশ্চিন্তে এই সেবাটি ব্যবহার করতে পারেন। 

যদি এই ব্যাপারে আপনার আরো কোন প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *