Hai Samalo Dhan Ho Bangla Lyrics By Salil Chowdhury.
Hai Samalo Dhan Ho Bangla Lyrics By Salil Chowdhury.
Here We Present You With the song ‘Hai Samalo Dhan Ho’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Many’. Lyrics Written By ‘Salil Chowdhury‘,. This song published on Coke Studio Bangla YouTube channel. Hope You Will Enjoy The Song.
Song: Hai Samalo Dhan Ho
Singer: Many
Lyrics & Tune: Salil Chowdhury
Music Label: Coke Studio Bangla
Hey Samalo Song Lyrics
হেই সামালো হেই সামালো (৮)
হেই সামালো ধান হো
কাস্তেটা দাও শাণ হো
জান কবুল আর মান কবুল
আর দেবনা আর দেবনা
রক্তে বোনা ধান, মোদের প্রাণ হো (২)
হেই সামালো হেই সামালো (৪)
চিনি তোমায় চিনি গো
জানি তোমায় জানি গো,
সাদা হাতির কালা মাহুত তুমি নও
জান কবুল আর মান কবুল
আর দেবনা আর দেবনা
রক্তে বোনা ধান, মোদের প্রাণ হো
হেই সামালো হেই সামালো (৪)
পঞ্চাশে লাখ প্রাণ দিসি
মা বোনেদের মান দিসি
কালোবাজার আলো কর তুমি না
জান কবুল আর মান কবুল
আর দেবনা আর দেবনা
রক্তে বোনা ধান, মোদের প্রাণ হো
হেই সামালো হেই সামালো (৪)
যে শুইনাছে আমার দেশের
গাও গেরামের গান
নানান রঙে, নানান রসে
ভইরাছে তার প্রাণ (২)
যপ-কীর্তন, ভাসান-জারি,
গাজীর গীত আর কবি সারি
যপ-কীর্তন, ভাসান-জারি..
গাজীর গীত আর কবি সারি
আমার এই বাংলাদেশের বয়াতিরা
নাইচা নাইচা কেমন গায়
বাংলাদেশের,
আমার এই বাংলাদেশের বয়াতিরা
নাইচা নাইচা কেমন গায়
ওরা তাদের মুখের ভাষা কাইড়া নিতে চায়
ওরা তাদের মুখের ভাষা কাইড়া নিতে চায়
ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়
ওরা কথায় কথায়,
ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায়
ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়
ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়
হেই সামালো হেই সামালো (২)
কইত যাহা আমার দাদায়
কইছে তাহা আমার বাবায়
কইত যাহা আমার দাদায়
কইছে তাহা আমার বাবায়,
এখন কও দেখি ভাই মোর মুখে কি
অন্য কথা শোভা পায়?
কও দেখি ভাই
এখন কও দেখি ভাই মোর মুখে কি
অন্য কথা শোভা পায়?
ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়
Music Taal
মোরা তুলবনা ধান পরের গোলায়
মরবনা আর ক্ষুধার জ্বালায় মরবনা (২)
ধার জমিতে লাঙ্গল চালাই
ঢের সয়েসি আর তো মোরা সইবনা (২)
এই লাঙ্গল ধরা কড়া হাতের শপথ ভুলোনা
এই লাঙ্গল ধরা কড়া হাতের শপথ ভুলোনা
জান কবুল আর মান কবুল
আর দেবনা আর দেবনা
রক্তে বোনা ধান মোদের প্রাণ হো
হেই সামালো ধান হো
কাস্তেটা দাও শাণ হো
জান কবুল আর মান কবুল
আর দেবনা আর দেবনা
রক্তে বোনা ধান মোদের প্রাণ হো (২)
আর দেবনা আর দেবনা, (হেই সামালো হেই সামালো
রক্তে বোনা ধান হেই সামালো হেই সামালো…)
মোদের প্রাণ হো…