How to Earn Money Online By Mobile? মোবাইল দিয়ে অনলাইন থেকে ইনকামের সহজ ও সেরা মাধ্যম কি?

 

অনলাইন থেকে ইনকামের সহজ ও সেরা মাধ্যম কি? How to Earn Money Easy Way From Online? 

অনলাইন থেকে ইনকামের সহজ ও সেরা মাধ্যম কি? How to Earn Money Easy Way From Online?

আধুনিক যুগ তথ্যপ্রযুক্তির যুগ।তথ্যপ্রযুক্তির এই যুগের সবচেয়ে বড় আবিষ্কার হল মোবাইল। যখনি স্মার্টফোন আবিষ্কার হল তখন থেকে মানুষের জীবনের আমূল পরিবর্তন ঘটেছে।এখন মানুষের হাতে হাতে স্মার্টফোন। আর এই স্মার্টফোন দিয়ে আমরা অনেক ওয়েবসাইট বা সোস্যাল মিডিয়ায় ঘোড়াফেরা করি।

যখনই আমরা এই সোস্যাল মিডিয়ায় যাই তখন বিভিন্ন বিজ্ঞাপন দেখি যে খুব সহজে অনলাইন থেকে হাজার হাজার টাকা ইনকাম করুন। এই ধরনের বিজ্ঞাপন দেখে আমরা সেখানে গিয়ে অ্যাকাউন্ট খুলি।তারপর দেখা যায় সেই অ্যাকাউন্টে কিছু টাকা দেয়।

তারপর আমরা বিভিন্ন কাজ করি।কিন্তু যখনই আমরা সেই টাকা উত্তোলন করতে যাই তখন সমস্যা দেখা যায়। তারা অ্যাকাউন্টে টাকা ঠিকই দেয়।কিন্তু সেই টাকা উত্তোলনের জন্য যেই শর্ত দেয় সেই শর্ত পূরণ করা আর সম্ভব হয় না।তখন আমরা হতাশ হয়ে আর কাজ করি না।এই রকম শত শত সাইট বা অ্যাপ আছে। 


তো আজকে আমি আপনাদের জানাব এমন কিছু সাইট সম্পর্কে যেগুলোতে আপনি কাজ করলে টাকা ইনকাম করতে পারবেন শতভাগ গ্যারান্টি। তো বিষয় গুলো জানতে হলে পুরো লেখটা ধৈর্য ধরে পড়বেন।আশা করি কাজে আসবে। তো চলুন সেই সাইট গুলো নিয়ে যানা যাক।


আমি প্রথমে যেই সাইট নিয়ে বলব সেটা হল 


(1) Amazon : অ্যামাজন সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি। এটা একটি পৃথিবীব্যাপি অনলাইন মার্কেটিং ওয়েবসাইট। এখানে বিভিন্ন পন্য সামগ্রি বেচাকেনা হয়। এখন আপনি ভাবতে পারেন যে এখান থেকে আমরা কিভাবে ইনকাম করব। হ্যা বন্ধুরা আমি আপনাদের সেই বিষয়টাই বলব। কিভাবে আপনি এখান থেকে ইনকাম করবেন। অনলাইন মার্কেটপ্লেসগুলোর একটা অ্যাফিলিয়েট সিস্টেম থাকে। আর সেই অ্যাফিলিয়েট সিস্টেমকে কাজে লাগিয়ে আপনাকে ইনকাম করতে হবে। 

আর একটু সহজ ভাষায় বলি। তাদের যে অ্যাফিলিয়েট সিস্টেম আছে সেখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে।তারপর আপনি তাদের পন্য রিডিরেক্ট করে বিক্রি করে ইনকাম করতে পারবেন। মানে আপনি কমিশন পাবেন পন্য বিক্রির মাধ্যমে। এই রকম আরো অনেক সাইট আছে যেমন Alibaba.com BDShop.com ইত্যাদি। তো আশা করি আপনি যদি এই সাইটে কাজ করেন ইনকাম করতে পারবেন। 


(2) WordPress : অনলাইন থেকে ইনকামের আরেকটি সাইট হচ্ছে এই WordPress.com।এটা হচ্ছে ব্লগ সাইট এর মত।এখানে আপনি একটি অ্যাকাউন্ট করে বিভিন্ন পোস্ট করে ইনকাম করতে পারবেন। লেখলেখি করে ইনকাম এর সবচেয়ে সেরা মাধ্যম হল এই সাইট। আপনারা খুব সহজে এখানে একটি অ্যাকাউন্ট করবেন। তারপর পোস্ট করে ইনকাম করবেন। এটা নিয়ে আর বেশি লিখলাম না।


(3) Freelancing : ফ্রিল্যান্সিং করে আপনারা খুব সহজে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে সঠিক গাইডলাইন ফলো করতে হবে। এখন অনেকেই ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে।আর এটা সম্পূর্ণ মোবাইল দিয়ে কাজ করে ইনকাম করে। এর জন্য আপনাকে বিভিন্ন ওয়েবসাইট এ কাজ করতে হবে। এর মধ্যে সেরা কয়েকটি সাইট হল Fiver.com, Upwork.com। এই কাজ গুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। তো কিভাবে করবেন? এর জন্য প্রথমে সাইটে প্রবেশ করে আপনার মোবাইলকে ডেক্সটপ ভার্সন করে নিতে হবে। তারপর এই কাজগুলো খুব সহজে করতে পারবেন। 


এতোক্ষণ ধরে লেখাটা পড়ার জন্য ধন্যবাদ। আশা করি একটু হলেও উপকার হয়েছে। যদি কোন উপকার হয় তবে অবশ্য কমেন্টে জানাবেন। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *