Kotha Koiyo Na ( কথা কইয়ো না) Bangla Song Lyrics By Arfan Mredha Shiblu.
Song : Kotha Koiyo Na
Singer : Arfan Mredha Shiblu & Aleya Begum
Dekha Na Dile Written by : Hashim Mahmod
Baro Mashe Baro Ful Re Collected by Mymensingh Geetika
Season produced & curated by : Shayan Chowdhury Arnob
Music Composed by : Emon Chowdhury
Creative Producer : Syed Gousul Alam Shaon
Director : Krishnendu Chattopadhyay
DOP : Kamrul H. Khosru
Label : Coke Studio Bangla
Kotha Koiyo Na Song Lyrics
বারো মাসে বারো ফুল রে
ফুইট্টা থাকে ডালে রে,
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যা কালে রে,
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান।
ফুল ফুটেছে গন্ধে সারা মন
ফুল ফুটেছে গন্ধে সারা মন,
তুমি আমার কত যে আপন
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না,
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না।
বারো মাসে বারো ফুল রে
ফুইট্টা থাকে ডালে রে,
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যা কালে রে,
কোন বা দেশে থাকে ভোমরা
কোন বাগানে বসে,
কোন বা ফুলের মধু খাইতে
উইড়া উইড়া আসে,
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান,
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান।
হাউশের পিরিতি করিলাম আমি
প্রেমই জীবন প্রেমই মরণ,
এই তো জানি।
পাখি উড়ে গেলে তার
ডানাতে কি ভয়,
উড়ে উড়ে যাচ্ছে সবাই
বেদনারই ক্ষয়।
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না,
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না।
ফুল ফুটেছে গন্ধে সারা মন
ফুল ফুটেছে গন্ধে সারা মন,
তুমি আমার কত যে আপন
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না,
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না।
বারো মাসে বারো ফুল রে
ফুইট্টা থাকে ডালে রে,
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যা কালে রে,
কোন বা দেশে থাকে ভোমরা
কোন বাগানে বসে,
কোন বা ফুলের মধু খাইতে
উইড়া উইড়া আসে,
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান,
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান।