Kemon Kore (কেমন করে) Bangla Lyrics By Hasan S Iqbal। Bangla New Eid Natok Room Service By Tanjin Tisha & Jovan.

 

Kemon Kore (কেমন করে) Bangla Lyrics By Hasan S Iqbal। Bangla New Eid Natok Room Service By Tanjin Tisha & Jovan.

Song : Kemon Kore 

Singer : Hasan S Iqbal

Lyric : Robiul Islam Jibon

Tune  : Hasan S Iqbal

Music : Hasan S Iqbal

Drama : Room Service

Cast : Farhan Ahmed Jovan, Tanjin Tisha

Director : Preety Dutta

Label : Cd Choice

Kemon Kore Bangla Lyrics 

‘ভয় ঠেলে রোজ যত দূরে নেই

আবারো পড়ি পিছিয়ে,

অবুঝ মনের কথাগুলো

বলতে পারিনা গুছিয়ে।

‘কেমন করে একটা আমি

তোমার কাছে দ্বারাই

কেমন করে ভালোবাসার

হাতটা আমার বাড়াই,

কেমন করে একটা আমি

তোমার কাছে দ্বারাই

কেমন করে ভালোবাসার

হাতটা আমার বাড়াই।

‘চুপটি করে বলবো ভাবি

কাছে গেলেই হাওয়া,

চুপটি করে বলবো ভাবি

কাছে গেলেই হাওয়া..

‘এই জীবনে তাইতো আজও

হয়নি তোমায় পাওয়া

বলোনা তুমি বলোনা,

কি করে তোমাকে বোঝাই

কেমন করে একটা আমি

তোমার কাছে দ্বারাই,

কেমন করে ভালোবাসার

হাতটা আমার বাড়াই..

‘একটু করে আমার পানে

দিতে যদি খেয়াল,

একটু করে আমার পানে

দিতে যদি খেয়াল..

‘ভেঙ্গে যেতো ভীরু মনে

যত দ্বিধার দেয়াল,

বলোনা তুমি বলোনা

কি করে তোমাকে বোঝাই।

‘কেমন করে একটা আমি

তোমার কাছে দ্বারাই

কেমন করে ভালোবাসার

হাতটা আমার বাড়াই,

কেমন করে একটা আমি

তোমার কাছে দ্বারাই

কেমন করে ভালোবাসার

হাতটা আমার বাড়াই…

Kemon Kore Bangla Lyrics

‘voy thele roj joto dure nei

abar pori pichiye,

abuj moner kotha gulo

bolte parina guchiye.

‘kemon kore ekta ami

tomar kache darai

kemon kore valobashar

hat ta amar barai,

kemon kore ekta ami

tomar kache darai

kemon kore valobashar

hat ta amar barai.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *