Kemon Acho Ekhon Tumi (কেমন আছো এখন তুমি) Bangla Lyrics By Samz Vai.

   

Kemon Acho Ekhon Tumi (কেমন আছো এখন তুমি) Bangla Lyrics By Samz Vai. 

Song : Kemon Acho Ekhon Tumi

Singer : Samz Vai 

Lyrics : Mamun Afnan Rumey 

Tune : Samz Vai 

Music : Kausar Khan 

Label : S Track Music 

Kemon Acho Ekhon Tumi Bangla Lyrics 

কেমন আছো এখন তুমি

জানতে ইচ্ছে করে 

আমার কথা এখন কি 

তোমার মনে পরে 

হয়তো তুমি ভুলেই গেছো

নতুন জীবন সুখেই আছো

তোমায় ভেবে এখন আমার 

দু চোখে অশ্রু ঝরে 

কেমন আছো এখন তুমি

জানতে ইচ্ছে করে 

আমার কথা এখন কি 

তোমার মনে পরে

যেদিন থেকে তুমি চলে গেছো

আমায় একা রেখে 

সেদিন থেকে সুখগুলো সব 

হারালো জীবন থেকে 

দুঃখ এখন সঙ্গি হলো 

আমার মনের ঘরে 

কেমন আছো এখন তুমি

জানতে ইচ্ছে করে 

আমার কথা এখন কি 

তোমার মনে পরে 

দেখ আমি আগের মতোই

আছি এলোমেলো 

তোমার অভাব হবেনা পুরন

যতই হই গোছালো 

তুমি হীনা শুন্য লাগে আমার 

তুমি হীনা শুন্য লাগে  

আমার দুনিয়া জুড়ে 

কেমন আছো এখন তুমি

জানতে ইচ্ছে করে 

আমার কথা এখন কি 

তোমার মনে পরে 

কেমন আছো এখন তুমি

জানতে ইচ্ছে করে 

আমার কথা এখন কি 

তোমার মনে পরে।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *