Ore Mon (ওরে মন) Bangla Lyrics By Borno Chakroborthy
Ore Mon (ওরে মন) Bangla Lyrics By Borno Chakroborthy
Song : Ore Mon
Vocal : Borno Chakroborthy
Lyrics : Basudeb Chakraborty
Tune : Borno Chakroborthy
Label : HUEZ STUDIO
Ore Mon Bangla Lyrics
ওরে মন, ওরে মন,
ওরে মন, ওরে মন।
এত স্বপ্ন দেখিস না,
এত আশা বাঁধিস না
যদি স্বপ্ন ভেঙে যায়,
তুই বাঁচতে পারবি না
এত স্বপ্ন দেখিস না,
এত আশা বাঁধিস না
যদি স্বপ্ন ভেঙে যায়,
তুই বাঁচতে পারবি না
যদি মেঘ ঢাকে নীল আকাশ,
তবে সব কিছু হবে আঁধার..
ওরে মন.. ওরে মন,
ওরে মন.. ওরে মন, ওরে মন।
মন তুই পথভোলা পথিক,
চলার সীমানার নেই ঠিক
মন তুই ভেসে চলা
মেঘেদের দল
মন তুই পথভোলা পথিক,
চলার সীমানার নেই ঠিক
মন তুই ভেসে চলা
মেঘেদের দল
মন তুই পায়ের নুপুর,
নাচের তালে ঝুমুর ঝুমুর
মন তুই ঝরে পড়া বৃষ্টির জল
যদি খুব বেশি কাছে পেতে চায়,
তবে ক্ষমা করে দিস আমায়।
ওরে মন.. ওরে মন,
ওরে মন.. ওরে মন, ওরে মন।
এত স্বপ্ন দেখিস না,
এত আশা বাঁধিস না
যদি স্বপ্ন ভেঙে যায়,
তুই বাঁচতে পারবি না
এত স্বপ্ন দেখিস না,
এত আশা বাঁধিস না
যদি স্বপ্ন ভেঙে যায়,
তুই বাঁচতে পারবি না
যদি মেঘ ঢাকে নীল আকাশ,
তবে সব কিছু হবে আঁধার..
ওরে মন.. ওরে মন,
ওরে মন.. ওরে মন, ওরে মন।
Ore Mon Bangla Lyrics
Ore mon, ore mon
Eto shopno dekhis na,
Eto asha badhis na
Jodi swopno venge jay
Tui banchte parbi na
Jodi megh dhake nil akash
Tobe sob kichu hobe andhar
Orey Mon..
Mon tui pothbhola pothik
Cholar simanar nei thik
Mon tui vese chola megheder dol
Mon tui paayer nupur
Nacher taale jhumur jhumur
Mon tui jhore pora bristir jol
Jodi khub beshi kache pete chaay
Tobe khoma kore dis amay
Ore mon, orey mon