Pirit Vison Jala(পিরিত ভিশন জালা) Bangla Lyrics By Akash Mahmud
Pirit Vison Jala(পিরিত ভিশন জালা) Bangla Lyrics By Akash Mahmud
Song : Pirit Vison Jala
Vocal : Akash Mahmud
Lyrics : Jakir Master
Tune : Akash Mahmud
Label : Akash Dream Music
Pirit Vision Jala Bangla Lyrics
আমার হৃদয় পুড়ে ভৎস্য হলো,
দেহ পুড়ে কালা,
আমার হৃদয় পুড়ে ভৎস্য হলো,
দেহ পুড়ে কালা,
প্রেমের টানে,
তুমার প্রেমের টানে না মজিলে….
সেটাই হইতো ভালা,
বুজতে আমার হইল দেরি,
পিরিত ভিষন জালা,
বুজতে আমার হইল দেরি,
পিরিত ভিষন জালা,
আমার হৃদয় পুড়ে ভৎস্য হলো,
দেহ পুড়ে কালা,
আমার হৃদয় পুড়ে ভৎস্য হলো,
দেহ পুড়ে কালা,
প্রেমের টানে,
তুমার প্রেমের টানে না মজিলে….
সেটাই হইতো ভালা,
বুজতে আমার হইল দেরি,
পিরিত ভিষন জালা,
বুজতে আমার হইল দেরি,
পিরিত ভিষন জালা,
কাচা হৃদয় সরল সরল,
মনটা ছিল নরম,
না বুঝে প্রেমের ই বাউ,
দুঃক্ষ পাইলাম চরম।
কাচা হৃদয় সরল সরল,
মনটা ছিল নরম,
না বুঝে প্রেমের ই বাউ,
দুঃক্ষ পাইলাম চরম।
কুলমান হারা আমি কুলমান হারা,
তুমি ছাড়া সুখের ঘরে তালা।
বুঝতে আমার হইলো দেরি
পিরিত ভিশন জালা,
বুঝতে আমার হইলো দেরি
পিরিত ভিশন জালা,
শেষ হইল চোখের পানি,
বাচা টানাটানি,
রইলো না আর কোন আশা,
মরন এর দিন গুনি।
শেষ হইল চোখের পানি,
বাচা টানাটানি,
রইলো না আর কোন আশা,
মরন এর দিন গুনি।
ঘাতক প্রেমে, ও তুমার ঘাতক প্রেমে
মুর কলিজা হইল ফালাফাল!
বুজতে আমার হইলো দেরি
পিরিত ভিশন জালা।
বুজতে আমার হইলো দেরি
পিরিত ভিশন জালা।
আমার হৃদয় পুড়ে ভৎস্য হলো,
দেহ পুড়ে কালা,
আমার হৃদয় পুড়ে ভৎস্য হলো,
দেহ পুড়ে কালা,
প্রেমের টানে ও তুমার প্রেমের টানে,
না মজিলে….
সেটাই হইতো ভালা,
বুজতে আমার হইল দেরি,
পিরিত ভিষন জালা,
বুঝতে আমার হইলো দেরি,
পিরিত ভিষন জালা।
Pirit Vison Jala Bangla Lyrics
Amar Hridoy Pure Botsho Holo Deho pore kala…
Tomar premer tane na mojile setai hoto val…
Bujte Amar hoilo deri pirit vison jala…
Kacha hridoy sorol sorol monta chilo norom…
Na buje premeri vau dukkho pailam corom…
Kulman hara tumi chara sukher ghore tala…
ami kolman hara tomi cara suker gore tala…
Bujhte amar hoilo deri pirit bishon jala…
Sesh hoilo cukher pani bacha tanatani…
Roilo na ar kono asha moron er din guni…
Tomar ghatok preme mur kolija falafala…
Bujte amar hoilo deri pirit mane jala…..
bujte amar hoilo deri pirit mane jala…