All Kind Of Ganesh Mantra (সকল প্রকার ভগবান গণেশ মন্ত্র)
প্রণাম মন্ত্র –
একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননং ।
বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম্ ॥
ধ্যান মন্ত্র –
ওঁ খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং।
প্রস্যন্দন্মদান্ধলুব্ধ মধুপব্যালোল গন্ডস্থলম্ ॥
দন্তাঘাত বিদারিতারিরুধিরৈঃ সিন্দূরশোভাকরং।
বন্দে শৈলসুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম্ ॥
গণেশ জপ মন্ত্র –
ওঁ গং গণপতেয় নমঃ ।
গণেশের বীজ মন্ত্র :
গং এবং গ্লৌং।
গণেশ গায়ত্রী মন্ত্র –
ওঁ তৎপুরুষায় বিদ্মহে,
বক্রতুণ্ডায় ধীমহি,
তন্নো দন্তি প্রচোদয়াৎ।
গণেশ প্রার্থনা মন্ত্র –
দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুনাঃ।
বিঘ্নং হরন্তু হেরম্বচরণাম্বুজরেনবঃ ॥
গণপতি আবাহন মন্ত্র –
আবাহনং ন জানামি ন জানামি তবার্চ্চনম্।
পূজাং চৈব ন জানামি ক্ষমস্ব গণেশ্বর।
অন্যথা শরণং নাস্তি ত্বমেব শরণং মম।
তস্মাৎ কারুণ্য ভাবেন রক্ষস্ব বিঘ্নেশ্বর॥
গতং পাপং গতং দুঃখং গতং দারিদ্র্যমেব চ। আগতাঃ সুখ সম্পত্তিঃ পুণ্যাঞ্চ তব দর্শনাৎ। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বর।
সৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদম্ভ মে।
যদক্ষর পদং ভ্রষ্টং মাত্রাহীনং চ যদভবেৎ।
তৎসৰ্ব্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর॥
গণেশ প্রাতঃস্মরণ স্তোত্রম্
প্রাতঃ স্মরামি গণনাথমনাথ বন্ধুং; সিন্দূরপূর-পরিশোভিত-গভযুগ্মম্।
উদ্দন্ডবিঘ্ন পরিখন্ডন চন্ড দন্ড – মাখন্ডলাদিসুরনায়কবৃন্দ-বন্দ্যম্ ॥
প্রাতর্নমামি চতুরাননবন্দ্যমান-
মিচ্ছানুকূলমখিলঞ্চ বরং দদানম্ ।
তুং তুন্দিলং দ্বিরসনাধিপ যজ্ঞসূত্রং
পুত্রং বিলাসচতুরং শিবয়োঃ-শিবায় ॥
প্রাতভজাম্যভয়দং খলু ভক্তশোক-
দাবানলং গণবিভুং বরকুঞ্জরাস্যম্ ।
অজ্ঞানকানন বিনাশন-হব্যবাহ-
মুৎসাহবর্ধনমহং সুতমীশ্বরস্য ॥
শ্লোকত্ৰয় মিদং পুণ্যং সদা-সাম্রাজ্যদায়কম্। প্রাতুরুখায় সততং প্রপঠেৎ প্রযুতঃ পুমান্ ॥
ইতি শ্রী গণেশ প্রাতঃস্মরণ-স্তোত্রং সম্পূর্ণম্
সঙ্কটনাশন গণেশ স্তোত্রম্
নারদ উবাচ
প্রণম্য শিরসা দেবং গৌরীপুত্রং বিনায়কম্। ভক্ত্যাবাসং স্মরেন্নিত্যমায়ুষ্কামার্থ সিদ্ধয়ে ॥
প্রথমং বক্রতুণ্ডঞ্চ একদন্তনং দ্বিতীয়কম্।
তৃতীয়ং কৃষ্ণপিঙ্গাক্ষং গজবক্ত্রং চতুর্থকম্ ॥ লম্বোদরং পঞ্চমঞ্চ ষষ্ঠং বিকটমেব চ।
সপ্তমং বিঘ্নরাজঞ্চ ধূম্রবণং তথাষ্টকম্ ॥
নবমং ভালচন্দ্রঞ্চ দশমং তু বিনায়কম্।
একাদশং গণপতিং দ্বাদশং তু গজাননঃ ॥ দ্বাদশৈতানি নামানি ত্রিসন্ধ্যং যঃ পঠেন্নরঃ।
নাস্তি বিঘ্নভয়ং তস্য সৰ্ব্বসিদ্ধিং লভেদ্ ধ্রুবম্ ॥ বিদ্যার্থী লভতে বিদ্যাং ধনার্থী লভতে ধনম্ । পুত্ৰাৰ্থী লভতে পুত্রান্ মোক্ষার্থী লভতে গতিম্ ॥ জপন্ গণপতিস্তোত্রং ষডুভির্মাসৈঃ ফলং লভেৎ।
সংবৎসরেণ সিদ্ধিঞ্চ লভতে নাত্র সংশয়ঃ ॥
|| ইতি শ্রী নারদপুরাণে সংকটনাশনং নাম গণেশস্তোত্রং সম্পূর্ণম্ ||
গণেশ দ্বাদশা নামাবলী মন্ত্র
1) মন্ত্র : ওম সুমুখায় নমঃ।
নাম : সুমুখায়।
2) মন্ত্র : ওম একদন্তায় নমঃ।
নাম : একদন্তায়
3) মন্ত্র : ওম কপিলায় নমঃ।
নাম : কপিলায়।
4) মন্ত্র : ওম গজকর্ণকায় নমঃ।
নাম : গজকর্ণকায়।
5) মন্ত্র : ওম লম্বোদরায় নমঃ।
নাম : লম্বোদরায়।
6) মন্ত্র : ওম বিকাটায় নমঃ।
নাম : বিকটায়
7) মন্ত্র : ওম বিঘ্নাশায় নমঃ।
নাম : বিঘ্নাশায়।
8) মন্ত্র : ওম বিনায়কায় নমঃ।
নাম : বিনায়ক।
9) মন্ত্র : ওম ধুম্রকেতভে নমঃ।
নাম : ধুম্রকেতু।
10) মন্ত্র : ওম গণাধ্যক্ষায় নমঃ
নাম : গণাধ্যক্ষ।
11) মন্ত্র : ওম ভালচন্দ্রায় নমঃ।
নাম : ভালচন্দ্রায়।
12) মন্ত্র : ওম গজাননায় নমঃ।
নাম : গজানন