Aaina Mon Bhanga Aaina(আয়না মন ভাঙা আয়না) Bangla Lyrics By Zubeen Garg

 

Aaina Mon Bhanga Aaina(আয়না মন ভাঙা আয়না)  Bangla Lyrics By Zubeen Garg

Song : Aaina Mon Bhanga Aaina

Vocal : Zubeen Garg

Lyrics : Priyo Chattopadhyay 

Movie : Bolo Na Tumi Amar


Aaina Mon Bhanga Aaina Bangla Lyrics

আয়না মন ভাঙা আয়না

যায়না ব্যথা ভোলা যায়না

সয়না এই ব্যথা যে, সয়না।

আয়না মন ভাঙ্গা আয়না

যায়না ব্যথা ভোলা যায়না

সয়না এই ব্যথা যে, সয়না।

ও মন কাঁদেরে, কাঁদেরে, কাঁদেরে

স্মৃতি মোছে না.. ও..

মন কাঁদেরে, কাঁদেরে, কাঁদেরে

স্মৃতি মোছে না..ও..

আয়না মন ভাঙ্গা আয়না

যায়না ব্যথা ভোলা যায়না

সয়না এই ব্যথা যে, সয়না।

না রাখা কিছু কথা,

সময়েরই ঝরা পাতা,

দিয়ে যায় শুধু ব্যথা এই বুকে।

থেমে যাওয়া সেই গানে,

জমে থাকা অভিমানে,

বৃষ্টি থামে না দুচোখে।

ও মন কাঁদেরে, কাঁদেরে, কাঁদেরে

স্মৃতি মোছে না.. ও..

মন কাঁদেরে, কাঁদেরে, কাঁদেরে

স্মৃতি মোছে না..ও..

আয়না মন ভাঙ্গা আয়না

যায়না ব্যথা ভোলা যায়না

সয়না এই ব্যথা যে, সয়না।

যত চাই ভুলে যেতে,

মন চাই ব্যথা পেতে,

তাই বুঝি প্রেম তাকে বলে না।

নিভে যাওয়া আলো ছায়া,

ছিলো যদি মিছে মায়া,

বৃষ্টি কেনো তা বলে না।

ও মন কাঁদেরে, কাঁদেরে, কাঁদেরে

স্মৃতি মোছে না.. ও..

মন কাঁদেরে, কাঁদেরে, কাঁদেরে

স্মৃতি মোছে না..ও..

আয়না মন ভাঙ্গা আয়না

যায়না ব্যথা ভোলা যায়না

সয়না এই ব্যথা যে, সয়না।

Aaina Mon Bhanga Aaina(আয়না মন ভাঙা আয়না) Bangla Lyrics

Aaina Mon bhanga Aaina

Jayna Betha Bhola Jaina

Shoyna Ei Betha Je Shoyna

Aaina Mon Bhanga Ayna

Jaina Betha Bhola Jaina

Soyna Ei Betha Je Shoina

O Mon Kandere Kandere Kandere

Smiriti Moche Na

Na Rakha Kichu Kotha

Shomoyeri Jhora Pata

Diye Jai Shudhu Betha E Buke

Theme Jowa Sei Gane

Jome Thaka Ovimane

Brishti Thamena Du Chokhe

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *