Aaj Baje Mono Majhe Bangla Song Lyrics By Somchanda Bhattacharya.
Aaj Baje Mono Majhe Bangla Song Lyrics By Somchanda Bhattacharya.
Song: Aaj Baje Mono Majhe
Singer: Somchanda Bhattacharya
Lyrics: Sugato Guha
Music Composed by: Pt. Bickram Ghosh
Music Label: Amara Muzik Bengali
Movie: Durga Sohay
Aaj Baje Mono Majhe Song Lyrics
ওম জয়ং দেহি মা
বালাম দেহি মা
রুপম দেহি মা
যশ দেহি মা।
আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান
জগৎ জননী মাকে করে আহ্বান
জগৎ জননী মা কে করে আহ্বান। (X2)
মনের ও মুকুরে ভাসে,
তোমারই সে আলো ভরা মধু মুখও খান।
তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
মায়ের ও মুরতি ধরে জাগো তুমি জাগো,
মায়ার ও বিনাশ করে জাগো তুমি জাগো।
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান,
জগৎ-জননী মাকে করে আহ্বান
জগৎ-জননী মাকে করে আহ্বান।
শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো,
পুরুষ প্রকৃতি মা যে জাগো তুমি জাগো। (X2)
নীল আকাশ এ তুমি জাগো
মধু ভাসে তুমি জাগো।
দশপ্রহরণ ধরে জাগো তুমি জাগো
জাগো তুমি জাগো
জাগো তুমি জাগো।
মায়ের ও মুরতি ধরে জাগো তুমি জাগো।
আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান,
জগৎ ও জননী মাকে করে আহ্বান।
মনের ও মুকুরে ভাসে,
তোমার ই সে আলো ভরা মধু মুখও খান।
মায়ের ও মুরতি ধরে জাগো তুমি জাগো,
মায়ার ও বিনাশ করে জাগো তুমি জাগো।
আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান,
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান।।