Aar Kadas Na (আর কাদাস না) Bangla Lyrics By Keshab Dey.

Aar Kadas Na (আর কাদাস না) Bangla Lyrics By Keshab Dey. 

Song : Aar Kadas Na

Vocal : Keshab Dey 

Lyrics : Rajat Ghosh

Label : Keshab Dey 

 

Aar Kadas Na Bangla Lyrics 

কত আবেগ দিয়েই ইচ্ছেগুলো,

তোর সাথে সাজিয়েছিলাম

তোর বলা সব মিথ্যেগুলো

সত্যি ভেবে এগিয়েছিলাম

 কত আবেগ দিয়েই ইচ্ছেগুলো,

তোর সাথে সাজিয়েছিলাম

তোর বলা সব মিথ্যেগুলো

সত্যি ভেবে এগিয়েছিলাম

তাই বুঝি কি করলি এমন

ব্যথা দিলি শেষে

তোর মতো কে দারুন করে,

মিথ্যে ভালোবাসে 

তাই বুঝি কি করলি এমন

ব্যথা দিলি শেষে

তোর মতো কে দারুন করে,

মিথ্যে ভালোবাসে

আমায় কাঁদাস না আর কাঁদাস নারে তুই

তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই

আমায় কাঁদাস না আর কাঁদাস নারে তুই

তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই

ওরে প্রিয়া… ওরে প্রিয়া…

ওরে প্রিয়া… ওরে প্রিয়া…

হয়তো কোনদিন তুই চাইবি আমাকে

সেদিনও তুই অন্য কারো আমি আকাশে

তারার মতো জ্বলবো, না হলে জোনাকী

তুবও ওরে তোর মত হায়, দেবো না ফাঁকি

 হয়তো কোনদিন তুই চাইবি আমাকে

সেদিনও তুই অন্য কারো আমি আকাশে

তারার মতো জ্বলবো, না হলে জোনাকী

তুবও ওরে তোর মত হায়, দেবো না ফাঁকি

একদিনও কি ভালবাসা ছিল নারে মনে

দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে

আমায় কাঁদাস না আর কাঁদাস নারে তুই

তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই

আমায় কাঁদাস না আর কাঁদাস নারে তুই

তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই

ওরে প্রিয়া… ওরে প্রিয়া…

ওরে প্রিয়া… ওরে প্রিয়া…।।

Aar Kadas Na Bangla Lyrics 

Koto abeg diye icche gulo,

Tor sathe sajiyechilam

Tor bola sob mithygulo

Sotti bhebe egiyecilam

Tai bujhi ki korli emon

Byatha dili sese

Tor moto ke darun kore,

Mithy bhalobese

Amay kadas na ar kadas nare tui

Tor sriti chara nei re ar kichui

Ore priya … Ore priya.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *