Ache Baki (আছে বাকি) Bangla Lyrics By Nachiketa Chakraborty Feat By Keshab Dey.
Ache Baki (আছে বাকি) Bangla Lyrics By Nachiketa Chakraborty Feat By Keshab Dey.
Song : Ache Baki
Singer : Nachiketa Chakraborty
Music : Keshab Dey
Lyrics : Nachiketa Chakraborty
Arrangements : Arnab Chowdhury
Direction : Soumyajit Ganguly
Creative Director : Sabyasachi Mondal
DOP : Sujoy Panigrahi
Music Distribution : Swaralipi Music Venture By Keshab Dey
Ache Baki Bangla Lyrics
তোমায় ভালোবেসে আবার
নিজেকে চেনা আছে বাকি,
তোমায় ভালোবেসে আবার
নিজেকে চেনা আছে বাকি,
তোমায় ভালোবাসা ছাড়া
আর কিছু আছে নাকি ..
তোমায় ভালোবেসে আবার
নিজেকে চেনা আছে বাকি।।
কে জানে কোন
অতল গভীর সাগর লুকিয়ে ওই চোখে,
তবু জীবন
তবু হাসি হাজার ব্যথা যার শোকে,
জানি স্বপ্নেরা ঝরাপাতা তবু
জানি স্বপ্নেরা ঝরাপাতা তবু,
আকাশ কুসুম ছবি আঁকি ..
ও.. তোমায় ভালোবেসে আবার
নিজেকে চেনা আছে বাকি।।
আমার হাতেই আমার জীবন
কেন হাতবদলে ও হই রাজি,
জানি তোমার ছোঁয়ায় মরণ
তবু ধরতে চাই কেন বাজি,
জানি ফাগুন ফুলেরা দারুন শীতে
জানি ফাগুন ফুলেরা দারুন শীতে,
আগুন কে দিয়ে যাবে ফাঁকি ..
তোমায় ভালোবেসে আবার
নিজেকে চেনা আছে বাকি,
তোমায় ভালোবেসে আবার
নিজেকে চেনা আছে বাকি।।
Ache Baki Bangla Lyrics
Tomay valobeshe abar
Nijeke chena ache baki
Tomay valobasha chara
Aar kichu ache naki
Ke jaane kon
Atol gobhir sagor lukiye oi chokhe
Tobu jibon
Tobu hasi hajar beytha jar shoke
Jani shopnera jhorapata tobu