Adore Adore Sajano ( আদরে আদরে সাজানো) Bangla Lyrics By Mahtim Sakib & Atiya Anisha.
Song : Adore Adore Sajano
Singer : Mahtim Sakib & Atiya Anisha
Lyrics : Jashim Uddin & Halima Akter Ripa
Tune & Music : Tonmay Mahabubul
Label : SMV
Adore Adore Sajano Bangla Lyrics
হৃদয় মাঝে তোমার ছবি
ভালোবাসার ফ্রেমে বাঁধানো,
নিখুঁত প্রেমের আলতো ছোয়ায়
আদরে আদরে সাজানো।
কি করে বোঝাই বলো
কতটা বাসি ভালো
বুকের ঘরে তোমাকে বসানো
আদরে আদরে সাজানো
আদরে আদরে সাজানো
আদরে আদরে সাজানো।
আমি তোমার পিপাসায়
বেচেও যেনো মরে যাই,
তবু পাইনা তোমায় দেখিতে
পারিনা তোমায় বোঝাতে।
কি করে বোঝাই বলো
কতটা বাসি ভালো
বুকের ঘরে তোমাকে বসানো
আদরে আদরে সাজানো
আদরে আদরে সাজানো
আদরে আদরে সাজানো।
তোমার প্রিয় নাম ধরে
তোমায় ডেকে যাই সারাক্ষণ
‘ভালোবাসি’,’ভালোবাসি’
নয় তা উপচে ফেলার মতোন।
কি করে বোঝাই বলো
কতটা বাসি ভালো
বুকের ঘরে তোমাকে বসানো
আদরে আদরে সাজানো
আদরে আদরে সাজানো
আদরে আদরে সাজানো।।