Adore Rakhio (আদরে রাখিও) Bangla Lyrics By Akash Mahmud
Song : Adore Rakhio
Vocal : Akash Mahmud &Tasmim Zaman
Lyrics : Ashique Mahmud
Music : Akash Mahmud
Label : Akash Dream Music
Adore Rakhio Bangla Lyrics
তোমার মিস্টি মুখের হাসি দেইখা
মন হইলো উদাসী
বাজে প্রেমের বাশি
তোমায় বড় ভালোবাসি
তোমার বুকে টাইনা নিও
আমায় আদরে রাখিও
তোমার মনে বাইন্ধা নিও
তোমার রুপ দেখিয়া লাজে
লুকাইয়া যায় চাঁদ
আরো ভালোবাসমু তোমায়
হোকনা অপরাধ
তোমার কান্ড দেইখা আমি
নিজে নিজে হাসিগো
প্রতিদিনই একটু একটু
বেশি ভালোবাসি
তোমার বুকে টাইনা নিও
আমায় আদরে রাখিও
তোমার মনে বাইন্ধা নিও
একটু চোখের আড়াল হইলে
মনটা কেমন করে
দূরে গেলেও তোমায় ভাইবা
মন ফিরা জায় ঘরে
তোমার মতো এতো আপন
আমার কেহ নাই গো
তোমায় লইয়া সারা জনম
কাটাই দিবার চাই
তোমার বুকে টাইনা নিও
আমায় আদরে রাখিও
তোমার মনে বাইন্ধা নিও
তোমার মিস্টি মুখের হাসি দেইখা
মন হইলো উদাসী
বাজে প্রেমের বাশি
তোমায় বড় ভালোবাসি
তোমার বুকে টাইনা নিও
আমায় আদরে রাখিও
তোমার মনে বাইন্ধা নিও।।
Adore Rakhio Bangla Lyrics
Tomar misty mukher hasi deikha
Mon hoilo udashi
Baje premer bashi
Tomay boro valobashi
Tomar buke taina niyo
Amay adore rakhiyo
Tomar mone baindha niyo
Tomar rup dekhiya laje
Lukaiya jay chad
Aro valobasmu tomay
Hokna oporade.