Age Jantam Jodi(আগে জানতাম যদি) Bangla Lyrics By Akash Mahmud
Age Jantam Jodi(আগে জানতাম যদি) Bangla Lyrics By Akash Mahmud
Song : Age Jantam Jodi
Vocal : Akash Mahmud
Lyrics : Jahangir Rana
Music : Akash Mahmud
Age Jantam Jodi Bangla Lyrics
আগে জানতাম যদি
তোমার প্রেমে ঘটবো
আমার এতো লাঞ্ছনা
জানলে প্রেমে করিতাম না
তোমার প্রেমে পড়তাম না |
আগে জানতাম যদি
তোমার প্রেমে ঘটবো
আমার এতো লাঞ্ছনা
জানলে প্রেমে করিতাম না
তোমার প্রেমে পড়তাম না |
সব ছাড়িয়া তোমায় আমি
করছিলাম আপন
আপন পর সকলে
যখন করছিল বারণ
আমায় করছিল বারণ,
সব ছাড়িয়া তোমায় আমি
করছিলাম আপন
আপন পর সকলে
যখন করছিল বারণ
আমায় করছিল বারণ
সেদিন আমি কত সরল ছিলাম
কিছুই বুঝতামনা
বুঝলে এই ভুল করতাম না ||
তোমার প্রেমে পরতাম না
তোমার এখন নতুন সাথী
মনে কত সুখ
পুড়ে আমি হইছি কয়লা
সুখ হইলো অসুখ
আমার সুখ হইলো অসুখ,
তোমার এখন নতুন সাথী
মনে কত সুখ
পুড়ে আমি হইছি কয়লা
সুখ হইলো অসুখ
আমার সুখ হইলো অসুখ,
প্রেমে এত বেশি ছল চাতুরী
জানা ছিলো না
জানলে আমি মরতাম না
জানলে প্রেমে পরতাম না।
আগে যদি জানতাম প্রেমের
এমন ব্যবহার
তবে কি আর নয়ন হলে
ভাসতাম আমি আর
হায়রে ভাসতাম আমি আর,
আগে যদি জানতাম প্রেমের
এমন ব্যবহার
তবে কি আর নয়ন হলে
ভাসতাম আমি আর
হায়রে ভাসতাম আমি আর,
তাইতো জাহাঙ্গীর রানা কয় জানলে
এই পথ ধরতাম না
প্রেমের কাছে হারতাম না
তোমার প্রেমে পরতাম না,
আগে জানতাম যদি
তোমার প্রেমে ঘটবো
আমার এতো লাঞ্ছনা
জানলে প্রেম করিতাম না
তোমার প্রেমে পড়তাম না।।