Allah Amay Kala Banaise(আল্লাহ আমায় কালা বানাইছে) Bangla Lyrics By Atif Ahmed Niloy
Allah Amay Kala Banaise(আল্লাহ আমায় কালা বানাইছে) Bangla Lyrics By Atif Ahmed Niloy
Song : Allah Amay Kala Banaise
Voters : Atif Ahmed Niloy
Lyrics : Atif Ahmed Niloy
Music AH Turjo
Label : Samsul Official
Allah Amay Kala Banaise Bangla Lyrics
কলিজা কাটিয়া তোরে খাওয়ানো ছিলো বাকি
নিজে না খাইয়া তোরে,বাপের
টাকায় টাকায় খাওয়াইছি
বাপের টাকায় টাকায় খাওয়াইছি…..
কলিজা কাটিয়া তোরে খাওয়ানো ছিলো বাকি
নিজে না খাইয়া তোরে,বাপের
টাকায় টাকায় খাওয়াইছি
বাপের টাকায় টাকায় খাওয়াইছি….
তোর ভাইয়ে দিতো দৌড়ানি, মায়ে কইতো হারামী
বাপে কইতো হারামজাদা কোন গ্রামে তোর বাড়ি,
ওরে বেঈমান ছেরী,কালা বইলা ছাইড়া গেলি
মনটা আমার ছিলো অনেক ভালা রে….
আল্লাহ আমায় কালা কইরা
বানাইছে বেঈমান ছেরী……
আল্লাহ আমায় কালা কইরা বানাইছে
আমি না হয় ছিলাম কালো,তুই
ছিলে চান্দের আলো
আন্ধার রাইতে ভাব
জমাইতি,কইতি কালা তুই ভালো
কইতি কালা তুই ভালো……
আমি না হয় ছিলাম কালো,তুই
ছিলে চান্দের আলো
আন্ধার রাইতে ভাব
জমাইতি,কইতি কালা তুই ভালো
কইতি কালা তুই ভালো….
কেমনে ভাইঙ্গা গেলো
পিরিতি, এইকি পিরিতের রিতি
কালা বইলা দিয়া গেলি জ্বালারে,
আল্লাহ আমায় কালা কইরা
বানাইছে বেঈমান ছেরী……
আল্লাহ আমায় কালা কইরা বানাইছে
এক নজর দেখার লাগিয়া ফটফটাইতো পরানে
আমারে তুই ভালোবাসো কইতি যে মোবাইল ফোনে
কইতি যে মোবাইল ফোনে
এক নজর দেখার লাগিয়া ফটফটাইতো পরানে
আমারে তুই ভালোবাসো কইতি যে মোবাইল ফোনে
কইতি যে মোবাইল ফোনে….
আমি কালা বইলা তোর
সনে,হইলোনা মিল এই ভূবনে
একা থাকা ছিলো অনেক ভালা রে…
আল্লাহ আমায় কালা কইরা
বানাইছে বেঈমান ছেরী……
আল্লাহ আমায় কালা কইরা বানাইছে
কলিজা কাটিয়া তোরে খাওয়ানো ছিলো বাকি
নিজে না খাইয়া তোরে,বাপের
টাকায় টাকায় খাওয়াইছি
বাপের টাকায় টাকায় খাওয়াইছি
তোর ভাইয়ে দিতো দৌড়ানি, মায়ে কইতো হারামী
বাপে কইতো হারামজাদা কোন গ্রামে তোর বাড়ি,
ওরে বেঈমান ছেরী,কালা বইলা ছাইড়া গেলি
মনটা আমার ছিলো অনেক ভালা রে….
আল্লাহ আমায় কালা কইরা
বানাইছে বেঈমান ছেরী….
আল্লাহ আমায় কালা কইরা বানাইছে
আল্লাহ আমায় কালা কইরা বানাইছে
বেঈমান ছেরী আল্লাহ
আমায় কালা কইরা বানাইছে