Amanus Kolkata Bangla Full Film Review,Cast And Watch. অমানুষ কোলকাতা বাংলা ফুল ফিল্ম রিভিউ, অভিনয় এবং দেখা।

Amanus Kolkata Bangla Full Film Download, Review,Cast And Watch. অমানুষ কোলকাতা বাংলা ফুল ফিল্ম রিভিউ, অভিনয় এবং দেখা। 

কোলকাতা বাংলা সিনেমার খুবই জনপ্রিয় একটি ছবি হল এই অমানুষ (Amanus)। এই কোলকাতা বাংলা সিনেমা(Kolkata Bangla Movie)টি ২০১০ সালের ৩০ শে এপ্রিল কোলকাতায় প্রথম রিলিজ হয়েছিল। 

এই ছবির 

Director(ডিরেক্টর)

Rajib Biswas(রাজিব বিশাস)

Producer(প্রডিউসার) 

Shrikant Mohta(শ্রীকান্ত মোহতা)

 

এই ছবিতে অভিনয় করেছেন 

  • Sohom Chakrabarty(সোহম চক্রবর্তী) 
  • Srabanti Chatterjee(শ্রাবন্তী চ্যাটার্জি) 
  • Prodyot Mukherjee(প্রদ্যুত মুখার্জি) 
  • Rehaan Roy(রেহান রয়)

যদিও এই কোলকাতা বাংলা মুভি টি অনেক আগে কোলকাতায় রিলিজ হয়েছে। কিন্তু বর্তমানে এই ছবিটি ইউটিউব বা ভিডম্যাটে কোথাও খুজে পাওয়া যায় না। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে খুব সহজে এই ছবিটি অনলাইনে দেখতে এবং সেভ করতে পারবেন। 

 

Amanus Kolkata Bangla Full Film,Download,  Review,Cast And Watch. অমানুষ কোলকাতা বাংলা ফুল ফিল্ম রিভিউ, অভিনয় এবং দেখা। 

তার জন্য  নিচের Download  System ভালো করে পড়ে বুঝে নিন।

মুভি অনলাইনে দেখার এবং Download করার নিয়ম 

এই আর্টিকেল এর শেষের দিকে একটি লিংক দেয়া আছে।প্রথমে ওই লিংকটি কপি করে, যেকোনো ব্রাউজার যেমন Chrome, UC Browser,Fire Fox এ সার্চ করবেন। এরপর নিচের দেওয়া ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন। 

এরপর উপরের কর্নারের দিকে একটি সেভ আইকন দেখতে পাবেন। ওই সেভ আইকন এ ক্লিক করবেন। তাহলে মুভিটা সেভ হতে থাকবে।

 

আবার অনেকের নিচের দেওয়া ছবির মত একটি ইন্টারফেস দেখতে পারেন।

যদি এমন ইন্টারফেস আসে তাহলে নিচের দেওয়া ছবির মত এইখানে ক্লিক করবেন। 

তারপর দেখবেন মুভিটা সেভ হতে থাকবে। এছাড়াও একটি ভিডিও আইকন দেখতে পাবেন। ভিডিও আইকনে ক্লিক করলে মুভিটা অনলাইনে দেখতে পাবেন।

মুভি Download করার নিয়ম   

https://drive.google.com/file/d/1BPIE-7BHMvDqdr5eSWtoV9U4AwRNrnya

এই লিংকটি কপি করে যে কোন ব্রাউজারে (Chrome, UC Browser,Fire Fox) সার্চ দিলে পেয়ে যাবেন।(অমানুষ কোলকাতা বাংলা মুভি) 

আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোন সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

এই রকম আরো অনেক কোলকাতা বাংলা মুভি  এর নাম জানতে এবং অনলাইনে দেখতে অবশ্যই ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করতে ভুলবেন না।ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *