Amar Bichar Tumi Koro Bangla Song Lyrics By Lopamudra Mitra.
Amar Bichar Tumi Koro Bangla Song Lyrics By Lopamudra Mitra.
Here We Present You With the song ‘Amar Bichar Tumi Koro’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Lopamudra Mitra’. Lyrics Written By ‘Rabindra Nath Thakur. This song published on Saregama Bengali YouTube channel. Hope You Will Enjoy The Song.
Song: Amar Bichar Tumi Koro
Lyrics: Rabindra Nath Thakur
Composer: Rabindra Nath Thakur
Singer: Lopamudra Mitra
Label : Saregama Bengali
Amar Bichar Tumi Koro Song Lyrics
আমার বিচার তুমি করো, তব আপন করে।
আমার বিচার তুমি করো।
দিনের কর্ম আনিনু তোমার বিচারঘরে,
আমার বিচার তুমি করো, তব আপন করে।
আমার বিচার তুমি করো।
যদি পূজা করি মিছা দেবতার,
শিরে ধরি যদি মিথ্যা আচার। (২)
যদি পাপমনে করি অবিচার, কাহারো’পরে,
আমার বিচার তুমি করো, তব আপন করে।
আমার বিচার তুমি করো।
লোভে যদি কারে দিয়ে থাকি দুখ,
ভয়ে হয়ে থাকি ধর্মবিমুখ,
পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণেক-তরে,(২)
তুমি যে জীবন দিয়েছ আমায়,
কলঙ্ক যদি দিয়ে থাকি তায়,(২)
আপনি বিনাশ করি আপনায়, মোহের ভরে,
আমার বিচার তুমি করো, তব আপন করে।
আমার বিচার তুমি করো।
দিনের কর্ম আনিনু তোমার বিচারঘরে।
আমার বিচার তুমি করো, তব আপন করে।
আমার বিচার তুমি করো।