Amar Dike Takiye Shey Bangla Lyrics By Zunayed Evan.

 Amar Dike Takiye Shey Bangla Lyrics By Zunayed Evan.

সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Amar Dike Takiye Shey গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Amar Dike Takiye Shey  গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Amar Dike Takiye Shey  গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।।

Amar Dike Takiye Shey Bangla Lyrics By Zunayed Evan.

Song : Amar Dike Takiye Shey

Band : Ashes 

Lyrics And Tune : Zunayed Evan

Mixing and Mastering : Sultan Rafsan Khan

Directed by : Ziaul Hoque Polash

Cinematographer : Vasker Joni

Edited by : S M Sarfaraz Shishir

Amar Dike Takiye Shey Song Lyrics In Bengali 

আমার দিকে তাকিয়ে সে আমাকে না

অন্য কাউকে দেখতো,

আমাকে ধরে সে আমাকে না,

অন্য কাউকে ধরতো,

আসলে সে আমাকে না

অন্য কাউকে ভালোবাসতো,

আসলে সে আমাকে না

অন্য কাউকে ভালোবাসতো। 

আমাকে পাশ কাটিয়ে 

তুমি যাহারে, ভালোবেসেছিলে,

সে কি আমার চাইতে বেশি তারা গুনতো?

নাকি আমার চাইতে বেশি কবিতা লিখতো?

নাকি আমার চাইতে বেশি ভালোবাসতো?

আসলে সে আমাকে না

অন্য কাউকে ভালোবাসতো,

আসলে সে আমাকে না

অন্য কাউকে ভালোবাসতো। 

আমাকে পাশ কাটিয়ে 

তুমি যাহারে, ভালোবেসেছিলে,

সে কি আমার চাইতে বেশি ব্যেথা লুকাতো?

নাকি আমার চাইতে বেশি কেঁদে ছিল খুব?

নাকি আমার চাইতে বেশি ভালোবাসতো?

আসলে সে আমাকে না

অন্য কাউকে ভালোবাসতো,

আসলে সে আমাকে না

অন্য কাউকে ভালোবাসতো। 

যদি ভালোবাসতে, এই আমাকে 

জলোচ্ছাস বয়ে যাবে,

তোমাকে আজ খুব দারুন লাগছে

আকাশের তারারা ডিপ্রেশনে,

তোমাকে আজ খুব ছারখার লাগছে ও..

তোমাকে আজ খুব দারুন লাগছে

আকাশের তারারা ডিপ্রেশনে,

তোমাকে আজ খুব ছারখার লাগছে ও..

আসলে সে আমাকে না

অন্য কাউকে ভালোবাসতো,

আসলে সে আমাকে না

অন্য কাউকে ভালোবাসতো। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *