Amar Ekta Pori Chilo (আমার একটা পরী ছিলো) Bangla Lyrics By Samz Vai.
Song : Amar Ekta Pori Chilo
Singer : Samz Vai
Lyrics : Mamun Afnan Rumey
Tune : Samz Vai
Music : Sahriar Rafat
Label : Ark Entertainment
Amar Ekta Pori Chilo Bangla Lyrics
আমার একটা পরী ছিলো
ভিষণ আদরের
তারে আমি আপন ভাবিতাম
আমার জীবনের
আমার একটা পরী ছিলো
ভিষণ আদরের
তারে আমি আপন ভাবিতাম
আমার জীবনের
পরী এখন অন্য কারো
আমার কাছে নাই
আমায় ছেড়ে চলে যাবে
ভাবতে পারি নাই
তার লাগিয়া কান্না করি
বুকের ভিতর আজ আমি
তারে ছাড়া একলা আমি
কেমনে ভালো রই
তাহার এখন অনেক মানুষ
আমার তরে নাই কোন হুশ
আমি কারো আপন মানুষ নই
আদর কইরা পরী বইলা
ডাকতাম আমি তারে
আমি নাকি ভীষণ পাগল
কইতো সে আমারে
আদর কইরা পরী বইলা
ডাকতাম আমি তারে
আমি নাকি ভীষণ পাগল
কইতো সে আমারে
তার হাসিতে ভুইলা যাইতাম
মনের সকল সুখ
আমার কাছে সে ছিলো
ভালো থাকার সুখ
তার লাগিয়া কান্না করি
বুকের ভিতর আজ আমি
তারে ছাড়া একলা আমি
কেমনে ভালো রই
তাহার এখন অনেক মানুষ
আমার তরে নাই কোন হুশ
আমি কারো আপন মানুষ নই
তার লাগিয়া কান্না করি
বুকের ভিতর আজ আমি
তারে ছাড়া একলা আমি
কেমনে ভালো রই
তাহার এখন অনেক মানুষ
আমার তরে নাই কোন হুশ
আমি কারো আপন মানুষ নই
চাওয়া পাওয়া করছি পুরন
তার ইচ্ছে যতো
ভেবেছিলাম সেও হবে
আমার মনের মতো
চাওয়া পাওয়া করছি পুরন
তার ইচ্ছে যতো
ভেবেছিলাম সেও হবে
আমার মনের মতো
ভুল ভাবনায় ডুবে ছিলাম
তাহার আশায় থেকে
বুঝিনাই রে হারাই যাবে
আমায় একা রেখে
তার লাগিয়া কান্না করি
বুকের ভিতর আজ আমি
তারে ছাড়া একলা আমি
কেমনে ভালো রই
তাহার এখন অনেক মানুষ
আমার তরে নাই কোন হুশ
আমি কারো আপন মানুষ নই।।