Amar Hoye Thakna ( আমার হয়ে থাকনা) Bangla Lyrics By Porshi And Avraal Sahir.

 Amar Hoye Thakna ( আমার হয়ে থাকনা) Bangla Lyrics By Porshi And Avraal Sahir.

Amar Hoye Thakna ( আমার হয়ে থাকনা) Bangla Lyrics By Porshi And Avraal Sahir

Song : Amar Hoye Thakna 

Drama : Bhalobasar Tin Din

Singer : Porshi And Avraal Sahir 

Lyrics, Tune And Music : Avraal Sahir 

Script & Direction : Mohidul Mohim

DOP : Mostak Morshed

Producer : Tanvir Mahmood Apu

Label : Sultan Entertainment

Amar Hoye Thakna Song Lyrics In Bengali 

কি যে আদুরে লাগে 

তোর চেহারাটা মিষ্টি রাগে। 

না না দেবোনা অল্প টুকু তোকে ভাগি। 

আড়ালে হোক আর যেভাবেই হোক না 

করবো তোর মনের দেখাশুনা। 

আমার চোখে তাকিয়ে স্বপ্ন গুলো দেখ না, 

স্বপ্ন গুলো দেখ না, স্বপ্ন গুলো দেখ না। 

ভালোবেসে আজ থেকে আমার হয়ে থাক না,

আমার হয়ে থাক না, আমার হয়ে থাক না। 

তোর আকাশে সাতরঙা, রংধনু হবো 

আদরের তুলিতে তোকে আঁকবো। 

এক পলক না ফেলে শুধু চেয়ে রবো 

মনের কথা গুলো কবিতায় শোনাবো। 

আড়ালে হোক আর যেভাবেই হোক না 

করবো তোর মনের দেখাশুনা। 

আমার চোখে তাকিয়ে স্বপ্ন গুলো দেখ না, 

স্বপ্ন গুলো দেখ না, স্বপ্ন গুলো দেখ না। 

ভালোবেসে আজ থেকে আমার হয়ে থাক না,

আমার হয়ে থাক না, আমার হয়ে থাক না। 

অজানা বৃষ্টি এসে ভেজালো পুরো শহর 

আমি রোজ ভিজে যাই তোর প্রেমে অগোচর। 

কবে থেকে মনে মনে চলছে স্বপ্ন বোনা 

ভালোবাসার দিন গুলো যায়না তো গোনা। 

আড়ালে হোক আর যেভাবেই হোক না 

করবো তোর মনের দেখাশুনা। 

আমার চোখে তাকিয়ে স্বপ্ন গুলো দেখনা, 

স্বপ্ন গুলো দেখনা, স্বপ্ন গুলো দেখনা। 

ভালোবেসে আজ থেকে আমার হয়ে থাকনা,

আমার হয়ে থাকনা, আমার হয়ে থাকনা। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *