Amar Sob Oviman (আমার সব অভিমান) Bangla Lyrics By Salman Jaim। Ek Jonom Bangla Natok By Keya Payel.

Amar Sob Oviman (আমার সব অভিমান) Bangla Lyrics By Salman Jaim। Ek Jonom Bangla Natok By Keya Payel. 

Song : Amar Sob Oviman 

Vocal : Salman Jaim

Lyrics : Mehedi Hassan Tamjid

Label : Sultan Entertainment

 

Amar Sob Oviman Bangla Lyrics 

আমার সব অভিমান

তোমার চোখে তাকালেই মিটে যাই

আমি সেই চুপচাপ বালক

জুতার ফিতে বাধা শিখে গেছি হায়

আমার সব অভিমান

তোমার চোখে তাকালেই মিটে যাই

আমি সেই চুপচাপ বালক

জুতার ফিতে বাধা শিখে গেছি হায়

 

আমি অনেক কিছু ছেড়ে আশার মাঝে

কেবল ছাড়িনি তোমার হাত

রুপটপে বসে কিছু গল্প বলি

সাথে দুইটা কফি হয়ে যাক

আমার সব অভিমান

তোমার চোখে তাকালেই মিটে যাই

আমি সেই চুপচাপ বালক

জুতার ফিতে বাধা শিখে গেছি হায়

দুজনে মিলে এ বৃষ্টির দিনে

চলো হবো আজ জল ফড়িং

তুমি ছাড়া বিকেলটা, একদম যা তা

সন্ধ্যেটা লাগে বরিং

ওই চাঁদটাও জানে, সে লজ্জা পাবে

তোমার মুচকি হাসি দেখে

তুমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে যেও

আমার বুকে মাথা রেখে

আমার সব অভিমান

তোমার চোখে তাকালেই মিটে যাই

আমি সেই চুপচাপ বালক

জুতার ফিতে বাধা শিখে গেছি হায়

আমার সব অভিমান

তোমার চোখে তাকালেই মিটে যাই

আমি সেই চুপচাপ বালক

জুতার ফিতে বাধা শিখে গেছি হায়।। 

Amar Sob Oviman Bangla Lyrics

Amar sob oviman

Tomar cokhe takalei mite jai

Ami sei cupcap balok 

Jutar phite badha sikhe gechi hay

Ami anek kichu chere aser majhe

Kebol charini tomar haat

Ruptope bose kichu golpo boli

Sathe duita coffe hoye jak

Dujone mile e bristir dine

Calo hobo aj jol phoring

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *