Amay Chara Thakte(আমায় ছাড়া থাকতে) Bangla Lyrics By Samz Vai

Amay Chara Thakte(আমায় ছাড়া থাকতে) Bangla Lyrics By Samz Vai 

Song : Amay Chara Thakte

Vocal : Samz Vai 

Lyrics : Ashik Shuvo

Music : Yeasin Hossain Neru 

Label : Laser Vision

 

Amay Chara Thakte Bangla Lyrics 

তোমায় আমি কতো ভালোবাসি 

ভালোবেসে যাবো

তুমি আমায় যদি ভালোবাসা দাও

তবেই বেচে রবো

তোমায় আমি কতো ভালোবাসি 

ভালোবেসে যাবো

তুমি আমায় যদি ভালোবাসা দাও

তবেই বেচে রবো

তোমার চোখের চাহনি 

আমার বুকের মাঝে রাখি

সেই চাহনী বলো

কেমনে ভুলে থাকি

তুমি তো আজ খুবই পারো

আমায় ছাড়া থাকতে

অন্য কেউ আজ সাজায় তোমায়

নতুন আশায় বাচতে

যে আশা দেখিয়েছো আমায়

সবই ভেঙ্গে গেছে 

সে আশাই কি দেখাও তুমি 

অন্যের ও চোখে

তুমি তো আজ খুবই পারো

আমায় ছাড়া থাকতে

অন্য কেউ আজ সাজায় তোমায়

নতুন আশায় বাচতে

যে আশা দেখিয়েছো আমায়

সবই ভেঙ্গে গেছে 

সে আশাই কি দেখাও তুমি 

অন্যের ও চোখে

র‍্যাপ

ভালো বাইসা আমায়

বন্ধু তুমি দিছ ছলনা

প্রেমের দেয়া কথা কি 

আর আজ কি মনে পরেনা

সপ্নগুলি যা দেখাইছো 

সব কি ছিল মিথ্যা

তুমি মানুষ ভালা না রে

কন্যা মানুষ ভালা না 

গান

তুমি এখন ঘর বান্ধো 

অন্য কারো সাথে 

লাল শাড়ী আর চুরিতে কি

আমার ছবি ভাসে

তুমি এখন ঘর বন্ধু বান্ধো 

অন্য কারো সাথে 

লাল শাড়ী আর চুরিতে কি

আমার ছবি ভাসে

তুমি তো আজ খুবই পারো

আমায় ছাড়া থাকতে

অন্য কেউ আজ সাজায় তোমায়

নতুন আশায় বাচতে

যে আশা দেখিয়েছো আমায়

সবই ভেঙ্গে গেছে 

সে আশাই কি দেখাও তুমি 

অন্যের ও চোখে

র‍্যাপ 

তোমার মতো বেইমানের জন্য 

আর কাদবো না

চোখের জল খুব দামি

তোমার জন্য ফেলবো না

সপ্নগুলি যা দেখাইছো 

সব কি ছিল মিথ্যা

তুমি মানুষ ভালা না রে

কন্যা মানুষ ভালা না

গান

তুমি এখন ঘর বন্ধু বান্ধো 

অন্য কারো সাথে 

লাল শাড়ী আর চুরিতে কি

আমার ছবি ভাসে

তুমি তো আজ খুবই পারো

আমায় ছাড়া থাকতে

অন্য কেউ আজ সাজায় তোমায়

নতুন আশায় বাচতে

যে আশা দেখিয়েছো আমায়

সবই ভেঙ্গে গেছে 

সে আশাই কি দেখাও তুমি 

অন্যের ও চোখে

তুমি তো আজ খুবই পারো

আমায় ছাড়া থাকতে

অন্য কেউ আজ সাজায় তোমায়

নতুন আশায় বাচতে

যে আশা দেখিয়েছো আমায়

সবই ভেঙ্গে গেছে 

সে আশাই কি দেখাও তুমি 

অন্যের ও চোখে।।

Amay Chara Thakte Bangla Lyrics

Tomay ami koto valobasi 

Valobese jabo

Tumi amay jodi valobasa dao

Tobei beche robo

Tomar chokher chahoni 

Amar buker majhe rakhi

Sei chahoni bolo

Kemne vule thaki

Tumi to aj khubi paro

Amay chara thakte

Onno keu aj sajay tomay

Notun ashay bacte

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *