Amay Diyo Call ( আমায় দিও কল) Bangla Lyrics By Ripon Da.

 Amay Diyo Call ( আমায় দিও কল) Bangla Lyrics By Ripon Da.

Amay Diyo Call ( আমায় দিও কল) Bangla Lyrics By Ripon Da.

Song : Amay Diyo Call

Voice & Lyrics : Ripon Da

Composed : Dj Alvee

Starring: Full Ajaira Team

Amay Diyo Call Lyrics in Bengali 

I love you!

Dj Alvee

আম গাছে আম ফলে

কুমড়ো ফলে চালে

দূর থেকে kiss দিলাম

তুলে নাও গালে

বৃষ্টি পড়ে টুপুর টাপুর

মুক্কুশ মাথায় দিয়ে

দরজা খুলে দেখুম যারে

তারে করমু বিয়ে

বন্ধু তুমি একা হলে

আমায় দিও ডাক

তোমার সাথে গল্প করবো

আমি সারা রাত

I love you!

আম গাছে আম নেই

ঢিল কেন মারো?

তোমার সাথে প্রেম নেই

চোখ কেনো মারো?

রাজার যেমন রাজ্য থাকে

আমার আছো তুমি

তোমায় ছাড়া কেমনে আমি

থাকি ভালো?

Hi friend

I’m Ripon Video

আম গাছ, জাম গাছ

কাঁঠাল গাছ, লেচু গাছ

আজকালকার মেয়েরা

বেশির ভাগ চিটিংবাজ, চিটিংবাজ, চিটিংবাজ, চিটিংবাজ!

কেন তুমি এসেছিলে

আমার এই জীবনে?

সুখটুকু কেড়ে নিয়ে

জল দিলে দুই নয়নে

ভালো তোমায় বেসেছিলাম

অনেক আশা করে

মনটা আমার ভেঙ্গে দিলে

সেটা কি করে?

বন্ধু তুমি একা হলে

আমায় দিও ডাক

তোমার সাথে গল্প করবো

আমি সারা রাত

I love you!

Hi friends

I love you!

জলে যখন নেমেছি

মাছ আমি ধরবোই

প্রেম যখন করেছি

বিয়ে আমি করবোই

আম চুক্কা, জাম চুক্কা

চুক্কার নাই শেষ

রিপন মিয়া, এগিয়ে চলো

রিপন মিয়ার বাংলাদেশ

Hi friend

তোমরা সবাই ভালো আছো?

ছেলেদের উদ্দেশ্য নিয়ে একটা ভিডিও

ছেলেরা সব সময় সত্য কথা বলে

বিশ্বাস করেন, মিথ্যাবাদী না

তুমি আমি ফুলের কলি

ফুটবো এক সাথে

তোমার আমার দেখা হবে

ফুলসজ্জা রাতে

বৃষ্টি পরে টুপুর টাপুর

মুক্কুশ মাথায় দিয়ে

দরজা খুলে দেখুম যারে

তারে করমু বিয়ে

বন্ধু তুমি একা হলে

আমায় দিও ডাক

তোমার সাথে গল্প করবো

আমি সারা রাত

বন্ধু তুমি সময় পেলে

দিও মিস-কল

তোমার সাথে কথা বলবো

আমি সারাক্ষণ

Hi friends

Dj Alvee

আম গাছে আম ফলে

কুমড়ো ফলে চালে

দূর থেকে kiss দিলাম

তুলে নাও গালে

বৃষ্টি পড়ে টুপুর টাপুর

মুক্কুশ মাথায় দিয়ে

দরজা খুলে দেখুম যারে

তারে করমু বিয়ে

তুমি আমি ফুলের কলি

ফুটবো এক সাথে

তোমার আমার দেখা হবে

ফুলসজ্জা রাতে

তুমি দিবে কিছু, আর আমি দেবো কিছু

সেই থেকে জন্ম নিবে ছোট্টো একটা শিশু

I love you!

Dj Alvee

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *