Amay Laser Khate(আমায় লাশের খাটে) Bangla Lyrics By RA Azmir

Amay Laser Khate(আমায় লাশের খাটে) Bangla Lyrics By RA Azmir

Song : Amay Laser Khate

Vocal : RA Azmir 

Lyrics : RA Azmir And Kazi Hridoy Ariyan

Label : Gangstar Express BD

Amay Laser Khate Bangla Lyrics 

 

আমার গায়ে কাফন জড়াইয়া 

কন্যা বধু সাইজাছে

আমায় লাশের খাটে উঠাইয়া 

কন্যা বাসর সাজাইছে

আমার গায়ে কাফন জড়াইয়া

 কন্যা বধু সাইজাছে

আমায় লাশের খাটে উঠাইয়া 

কন্যা বাসর সাজাইছে

আমায় সুরমা আতর পরাই 

আজ কাফন পড়াইছে

জানি বধু বেশে কন্যা 

আমায় বিদায় জানাইছে

আমায় সুরমা আতর পরাই 

আজ কাফন পড়াইছে

জানি বধু বেশে কন্যা 

আমায় বিদায় জানাইছে

কন্যা আজ নতুন বেশে

 নতুন শাড়িতে 

যাবে আজ শশুর বাড়ি

 বধু বেশে

কন্যা আজ নতুন বেশে

 নতুন শাড়িতে 

যাবে আজ শশুর বাড়ি

 বধু বেশে

আমি আছি লাশের খাটে

 কাফনের বেশে

যাবো চলে পরকালে 

কবরের দেশে

আমার গায়ে কাফন জড়াইয়া

 কন্যা বধু সাইজাছে

আমায় লাশের খাটে উঠাইয়া 

কন্যা বাসর সাজাইছে

বাবা মায়ে কাইন্দা কাইন্দা

 ডাকে আমারে

জানি আমি ফিরবো না

 আর তাদেরই তরে

বাবা মায়ে কাইন্দা কাইন্দা

 ডাকে আমারে

জানি আমি ফিরবো না

 আর তাদেরই তরে

তুমিও তো কান্না করো বধু বেশে

কন্যা তোমার কান্না হয়না

 আমার লাশ দেখে

আমার গায়ে কাফন জড়াইয়া

 কন্যা বধু সাইজাছে

আমায় লাশের খাটে উঠাইয়া 

কন্যা বাসর সাজাইছে

কন্যা তোমার সামনে দিয়া 

লাশের খাট যাইতেছে 

বধু বেশে কন্যা আজ

 আমার লাশ দেখতেছে

কন্যা তোমার সামনে দিয়া 

লাশের খাট যাইতেছে 

বধু বেশে কন্যা আজ 

আমার লাশ দেখতেছে

জানাজা পড়ায় আজ 

পাড়া প্রতিবেশী 

কন্যা তুমি আজ হইয়াছো 

নতুন বহুরুপি

জানাজা পড়ায় আজ 

পাড়া প্রতিবেশী 

কন্যা তুমি আজ হইয়াছো 

নতুন বহুরুপি

যাবো আমি সেই কবরে 

থাকবেনা কেউ সাথী 

কন্যা তুমি বধু বেশে 

পেয়েছো জীবন সাথী 

আমার গায়ে কাফন জড়াইয়া

 কন্যা বধু সাইজাছে

আমায় লাশের খাটে উঠাইয়া 

কন্যা বাসর সাজাইছে

আমার গায়ে কাফন জড়াইয়া 

কন্যা বধু সাইজাছে

আমায় লাশের খাটে উঠাইয়া 

কন্যা বাসর সাজাইছে

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *