Ami Bahu Basonay ( আমি বহু বাসনায়) Bangla Academy By Sahana Bajpaie.
Ami Bahu Basonay ( আমি বহু বাসনায়) Bangla Academy By Sahana Bajpaie.
Song Name : Ami Bahu Basonay
Singer : Sahana Bajpaie
Tune & Music : Rabindranath Tagore
Lyrics : Rabindranath Tagore
Label : Samantak Sinha
Release On : 2016-03-12
Ami Bahu Basonay Lyrics in Bengali
আমি বহু বাসনায় প্রাণপণে চাই
বঞ্চিত করে বাঁচালে মোরে
আমি বহু বাসনায় প্রাণপণে চাই
বঞ্চিত করে বাঁচালে মোরে
এ কৃপা কঠোর সঞ্চিত মোর
জীবন ভরে
বহু বাসনায় প্রাণপণে চাই
বঞ্চিত করে বাঁচালে মোরে
না চাহিতে মোরে যা করেছ দান
আকাশ আলোক তনু মন প্রাণ
না চাহিতে মোরে যা করেছ দান
আকাশ আলোক তনু মন প্রাণ
দিনে দিনে তুমি নিতেছ আমায়
সে মহাদানেরই যোগ্য করে
অতি-ইচ্ছার সংকট হতে
বাঁচায়ে মোরে
বহু বাসনায় প্রাণপণে চাই
বঞ্চিত করে বাঁচালে মোরে
আমি কখনো-বা ভুলি কখনো-বা চলি
তোমারও পথেরও লক্ষ্য ধরে
তুমি নিষ্ঠুর সম্মুখ হতে
যাও যে সরে
এ যে তব দয়া জানি জানি হায়
নিতে চাও বলে ফিরাও আমায়
এ যে তব দয়া জানি জানি হায়
নিতে চাও বলে ফিরাও আমায়
পূর্ণ করিয়া লবে এ জীবন
তব মিলনেরই যোগ্য করে
আধা-ইচ্ছার সংকট হতে
বাঁচায়ে মোরে
বহু বাসনায় প্রাণপণে চাই
বঞ্চিত করে বাঁচালে মোরে
এ কৃপা কঠোর সঞ্চিত মোর
জীবন ভরে
বহু বাসনায় প্রাণপণে চাই
বঞ্চিত করে বাঁচালে মোরে