Ami Chanchal Hey (আমি চঞ্চল হে) Bengali By Lyrics Jayati Chakraborty.
Song Song : Ami Chanchal Hey
Singer : Jayati Chakraborty
Music : Rabindranath Tagore
Lyrics : Rabindranath Tagore
Music Label : Saregama India Ltd
Release On : 16 November 2022
Ami Chanchal Hey Lyrics in Bengali
আমি চঞ্চল হে
আমি সুদূরেরও পিয়াসি
আমি চঞ্চল হে
আমি সুদূরেরও পিয়াসি
আমি চঞ্চল হে
আমি সুদূরেরও পিয়াসি
আমি চঞ্চল হে
আমি সুদূরেরও পিয়াসি
দিন চলে যায়, আমি আনমনে
তারি আশা চেয়ে, থাকি বাতায়নে
ওগো, প্রাণে মনে আমি যে তাহার
পরশ পাবার প্রয়াসী
আমি সুদূরেরও পিয়াসি
ওগো সুদূর, বিপুল সুদূর,
তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি
মোর ডানা নাই, আছি এক ঠাঁই
সে কথা যে যাই পাশরি
আমি চঞ্চল হে
আমি সুদূরেরও পিয়াসি
আমি উন্মনা হে
হে সুদূর আমি উদাসী
রৌদ্র মাখানো অলস বেলায়
তরুমর্মরে ছায়ার খেলায়,
কী মুরতি তব নীল আকাশে
নয়নে উঠে গো আভাসি
হে সুদূর, আমি উদাসী
ওগো সুদূর, বিপুল সুদূর,
তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি
কক্ষে আমার রুদ্ধ দুয়ার
সে কথা যে যাই পাশরি
আমি চঞ্চল হে
আমি সুদূরের পিয়াসি।।