Ami Ektu Amar Sange Dekha (আমি একটু আমার সঙ্গে দেখা) Bangla Lyrics By Srikanta Acharya.
Song : Ami Ektu Amar Sange Dekha
Singer : Srikanta Acharya
Music : Banikantha
Lyrics : Shibnath Bandyopadhyay
Music Label : Shemaroo Entertainment Ltd
Release On : 7 October 2022
Ami Ektu Amar Sange Dekha Bangla Lyrics
আমি একটু আমার সঙ্গে
দেখা করতে চাই
আমি একটু আমার সঙ্গে
দেখা করতে চাই
আলোয় কালোয় মন্দ ভালোয়
একলা হতে চাই
আমি একটু আমার সঙ্গে
দেখা করতে চাই
প্রথম ভোরের ঘুম চোখেতেই
আমার আমি কে ডাকলাম
পাবো কি পাবো না সাড়া আমি তার
ভাবনায় ডুবে থাকলাম
ঘুম ঘুম সেই ভোরে
আমাকে অবাক করে
ঘুম ঘুম সেই ভোরে
আমাকে অবাক করে
সিস দিয়ে ওঠে যেই পাখিটা
জেগে ওঠে আর সব্বাই
আমি একটু আমার সঙ্গে
দেখা করতে চাই
আমি একটু আমার সঙ্গে
দেখা করতে চাই
ধু ধু করা ওই দুপুরে আমায়
কথা ছিল আমি বললাম
বললো সে কিছু মনে করোনা
সময় তো নেই চললাম
ধু ধু করা ওই দুপুরে আমায়
কথা ছিল আমি বললাম
বললো সে কিছু মনে করোনা
সময় তো নেই চললাম
পৃথিবী ঘুমাই চাঁদ ডুবে যে
আপন মনে তে হাঁসলাম
কতটুকু পেলাম আমি জীবনে
হাজার প্রশ্নে ঠাশলাম
নির্জন সেই রাতে
আমার অপেক্ষাতে
নির্জন সেই রাতে
আমার অপেক্ষাতে
উন্মনা দেখে স্বপ্ন আমার
তাই ফিরে আসি একলাই
আমি একটু আমার সঙ্গে
দেখা করতে চাই
আলোয় কালোয় মন্দ ভালোয়
একলা হতে চাই
আমি একটু আমার সঙ্গে
দেখা করতে চাই।।