Ami Eto Nosto Cilam Nare (আমি এতো নস্ট ছিলাম নারে) Bangla Lyrics By Nrz Eshita

Ami Eto Nosto Cilam Nare (আমি এতো নস্ট ছিলাম নারে) Bangla Lyrics By Nrz Eshita

Song: Ami Eto Nosto Cilam Nare

Vocal : Nrz Eshita

Lyrics : Mk Joy

Music : Sikdar Akash

 

Ami Eto Nosto Cilam Nare Bangla Lyrics 

আমি এত নষ্ট ছিলাম নারে পিরিতের আগে

নষ্ট আমায় কইরা দিছে নিষ্ঠুর পিরিতে!

 আমি এত নষ্ট ছিলাম নারে পিরিতের আগে

নষ্ট আমায় কইরা দিছে নিষ্ঠুর পিরিতে!

জীবন নায়ের পাল যে আমার গেছে ছিড়িয়া।

আমি এত নষ্ট হইছি রে,

আমি পিরিত করিয়া। 

আমি এত নষ্ট হইছি রে,

আমি পিরিত করিয়া। 

যার লাগিয়া এত পাগল হয়েছি জীবনে

সে তো ভালো আছে ,

আমায় পাগল বানিয়ে। 

যার লাগিয়া এত পাগল হয়েছি জীবনে

সে তো ভালো আছে ,

আমায় পাগল বানিয়ে।

দুঃখের কাছে নষ্ট আমি গেছি হইয়া।

আমি এত নষ্ট হইছি রে,

আমি পিরিত করিয়া।

 আমি এত নষ্ট হইছি রে,

আমি পিরিত করিয়া।

এই হাল করবে পিরিত

আমায় বুঝিনি আগে,

এটাই ছিল কর্মের লেখা

ভাবিনি আগে!

এই হাল করবে পিরিত

আমায় বুঝিনি আগে,

এটাই ছিল কর্মের লেখা

ভাবিনি আগে!

এমনটা কি হওয়ার ছিল আমার জীবনে।

এত নষ্ট হইছি রে,

আমি পিরিত করিয়া।

 এত নষ্ট হইছি রে,

আমি পিরিত করিয়া।

এত নষ্ট ছিলাম নারে পিরিতের আগে

নষ্ট আমায় কইরা দিছে নিষ্ঠুর পিরিতে! 

আমি এত নষ্ট ছিলাম নারে পিরিতের আগে

নষ্ট আমায় কইরা দিছে নিষ্ঠুর পিরিতে!

Ami Eto Nosto Cilam Nare Bangla Lyrics 

Ami eto nosto cilam nare pirirter age

Nosto amay koira dice nisthur pirite

Jibon nayer pal je amar gece ciriya

Ami eto nosto hoici re

Ami pirit koriya.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *