Ami Ghumai Na(আমি ঘুমাই না) Bangla Lyrics By Samz Vai.

Ami Ghumai Na(আমি ঘুমাই না) Bangla Lyrics By Samz Vai. 

Song : Ami Ghumai Na

Vocal : Samz Vai 

Lyrics : Syed Minar 

Music : Munshi Jewel

Label : Minar Music Moncho

 

 Ami Ghumai Na Bangla Lyrics 

আমার ঘরের হাড়ি পাতিল ঘুমায়

আমি ঘুমাই না

ঘুম পারানি গান শুনানি 

ঘুম নিছে কাইরা

সে যে ফিরে আইলো না

আমার মনটারে মাইরা

আমার ঘরের হাড়ি পাতিল ঘুমায়

আমি ঘুমাই না

ঘুম পারানি গান শুনানি 

ঘুম নিছে কাইরা

সে যে ফিরে আইলো না

আমার মনটারে মাইরা

আমার যতো আপন ছিল 

সবাই রে করে পর

কতো আশা বুকে নিয়ে

বেধেছিলাম রে ঘর

আমার যতো আপন ছিল 

সবাই রে করে পর

কতো আশা বুকে নিয়ে

বেধেছিলাম রে ঘর

বেইমান পাখি বাধন হারা

আমারে গেল রে ছাইড়া 

সে যে ফিরে আইলো না

আমার মনটারে মাইরা

আমার ঘরের হাড়ি পাতিল ঘুমায়

আমি ঘুমাই না

ঘুম পারানি গান শুনানি 

ঘুম নিছে কাইরা

সে যে ফিরে আইলো না

আমার মনটারে মাইরা

রাত জাগা তারাগুলো 

আমায় ডেকে কয়

আমার মতো জলতে

শেখো দুঃখ দূর হয়

রাত জাগা তারাগুলো 

আমায় ডেকে কয়

আমার মতো জলতে

শেখো দুঃখ দূর হয়

কষ্ট ভরা রঙিন সারা 

কিসের ঘোরে 

হই আত্ন হারা

সে যে ফিরে আইলো না

আমার মনটারে মাইরা

আমার ঘরের হাড়ি পাতিল ঘুমায়

আমি ঘুমাই না

ঘুম পারানি গান শুনানি 

ঘুম নিছে কাইরা

সে যে ফিরে আইলো না

আমার মনটারে মাইরা।।

Ami Ghumai Na Bangla Lyrics

Amar ghorer hari patil ghumay

Ami ghumai na

Ghum parani gan shunani

Ghum niche kaira

Se je fire ailo na

Amar montare maira

Amar ghorer hari patil ghumay

Ami ghumai na

Ghum parani gan shunani

Ghum niche kaira

Amar zoto apon chilo

Sobaire kore  por

Koto asha buke niye

Bedhe chilam re ghor.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *