Ami Ghumer Modhye Bangla Lyrics By Ishan Mitra.

Ami Ghumer Modhye Bangla Lyrics By Ishan Mitra.

Ami Ghumer Modhye Bangla Lyrics By Ishan Mitra.

Song: Ami Ghumer Modhye

Singer: Ishan Mitra

Lyrics: Debaloy Bhattacharya

Music Composed by: Amit – Ishan

Music Label: SVF Music

Ami Ghumer Modhye Song Lyrics 

আমি ঘুমের মধ্যে ঘুমিয়ে থাকি

শিরার মধ্যে জল ।

আমার দেখা হয়ে গেছে সব ,

ফিরিয়ে নিয়ে চল ।

আকাশ এর পাশে আকাশ

মেঘ এর পাশে মেঘ ,

গাছের পাশে গায়

সব বোকার মত দল ।

আমার দেখা হয়ে গেছে সব

ফিরিয়ে নিয়ে চল ।

আমি ঘুমের মধ্যে ঘুমিয়ে থাকি

শিরার মধ্যে জল।

আমার দেখা হয়ে গেছে সব

ফিরিয়ে নিয়ে চল ।

পুড়ছে সারি সারি ,

যত মন কেমন এর বাড়ি,

গোলাপ আটা চুলের কাটা

চিরনির তল্লাশি ।

আমার সারা হয়ে গেছে স্নান

আমায় ফিরিয়ে নিয়ে চল।

আমি ঘুমের মধ্যে ঘুমিয়ে থাকি

শিরার মধ্যে জল।

আমার দেখা হয়ে গেছে সব

ফিরিয়ে নিয়ে চল।

ফিরিয়ে নিয়ে চল

ফিরিয়ে নিয়ে চল।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *