Ami Jare Basi Valo( আমি যারে বাসি ভালো) Bangla Lyrics By Lalon Band Sumi.
Ami Jare Basi Valo( আমি যারে বাসি ভালো) Bangla Lyrics By Lalon Band Sumi.
Song : Ami Jare Basi Valo
Singer : Sumi
Lyrics : Lalon
Label : Lalon Band
Ami Jare Basi Valo Bangla Lyrics
আমি যারে বাসিভাল সে কি গো তা জানে
জানলে পরে এমন করে ব্যাথা
দিত না আর প্রাণেরে সখি
দিত না আর প্রাণে
আমি যার কাছে যাই সেই দুঃখ দেয় গো
ব্যাথা ভরা অন্তরে
জানলে পরে এমন করে ব্যাথা
দিত না আর প্রাণেরে সখি
দিত না আর প্রাণে
এই কি ভালবেসে আমার কানাই হইল সাঁই
আমার চোখে জল দেখিয়া বেদনা ব্যথায়
গো সখি বেদনা ব্যথায়
আমি যার কাছে যাই সেই দুঃখ দেয় গো
ব্যাথা ভরা অন্তরে…
জানলে পরে এমন করে ব্যাথা
দিত না আর প্রাণেরে সখি
দিত না আর প্রাণে
বিজয় বলে ভালবাসা আমার হইল না…
এ পৃথিবী খুঁজে মনের একটা
মানুষ পাইলাম নারে সখি
মানুষ পাইলাম না
আমি যার কাছে যাই সেই দুঃখ দেয় গো
ব্যাথা ভরা অন্তরে
জানলে পরে এমন করে ব্যাথা
দিত না আর প্রাণেরে সখি
দিত না আর প্রাণে।