Ami Jare Basi Valo( আমি যারে বাসি ভালো) Bangla Lyrics By Lalon Band Sumi.

 Ami Jare Basi Valo( আমি যারে বাসি ভালো) Bangla Lyrics By Lalon Band Sumi. 

Song : Ami Jare Basi Valo

Singer : Sumi 

Lyrics : Lalon 

Label : Lalon Band 

Ami Jare Basi Valo Bangla Lyrics 

আমি যারে বাসিভাল সে কি গো তা জানে

জানলে পরে এমন করে ব্যাথা

দিত না আর প্রাণেরে সখি

দিত না আর প্রাণে

আমি যার কাছে যাই সেই দুঃখ দেয় গো

ব্যাথা ভরা অন্তরে

জানলে পরে এমন করে ব্যাথা

দিত না আর প্রাণেরে সখি

দিত না আর প্রাণে

এই কি ভালবেসে আমার কানাই হইল সাঁই

আমার চোখে জল দেখিয়া বেদনা ব্যথায়

গো সখি বেদনা ব্যথায়

আমি যার কাছে যাই সেই দুঃখ দেয় গো

ব্যাথা ভরা অন্তরে…

জানলে পরে এমন করে ব্যাথা

দিত না আর প্রাণেরে সখি

দিত না আর প্রাণে

বিজয় বলে ভালবাসা আমার হইল না…

এ পৃথিবী খুঁজে মনের একটা

মানুষ পাইলাম নারে সখি

মানুষ পাইলাম না

আমি যার কাছে যাই সেই দুঃখ দেয় গো

ব্যাথা ভরা অন্তরে

জানলে পরে এমন করে ব্যাথা

দিত না আর প্রাণেরে সখি

দিত না আর প্রাণে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *