Ami Kalo Bole(আমি কালো বলে) Bangla Lyrics By Akash Mahmud

Ami Kalo Bole(আমি কালো বলে) Bangla Lyrics By Akash Mahmud  

Song : Ami Kalo Bole

Vocal : Akash Mahmud 

Lyrics : Abegi Zakir

Music : Akash Mahmud 

Label : Akash Dream Music 

Ami Kalo Bole Bangla Lyrics 

আমি কালো বলে দিলি না মন মনে

কি আছে তোর সাদা রূপ যৌবনে

আমি কালো বলে দিলি না মন মনে

কি আছে তোর সাদা রূপ যৌবনে 

কি আছে তোর সাদা রূপ যৌবনে

কালো বলে করলি না তুই আপন

বুঝলিনারে পিরিতের রং গোপন

ঐ আমি কালো বলে বন্ধুরে তুই ধলা

ধলা কালা গোরছে উপরওয়ালা

গায়ের রঙে হয় না পিরিত

গায়ের রঙে হয় না পিরিত

পিরিত মনে মনে..

কি আছে তোর সাদা রূপ যৌবনে

আমি কালো বলে দিলি না মন মনে

কি আছে তোর সাদা রূপ যৌবনে

কালো বলে দিলি অবহেলা

আজ বুঝেছি কাকের কত জ্বালা

ও আমি কালো বলে

মন কি আমার কালা

কোকিল কালা হইলেও কন্ঠ ভালা

তুই যে বন্ধু ফুলো মালা

তুই যে বন্ধু ফুলো মালা

এই কালার পরানে

কি আছে তোর সাদা রূপ যৌবনে

আমি কালো বলে দিলি না মন মরে

কি আছে তোর সাদা রূপ যৌবনে

কি আছে তোর সাদা রূপ যৌবনে

কি আছে তোর সাদা রূপ যৌবনে

Ami Kalo Bole Bangla Lyrics 

Ami kalo bole dili na mon mone

Ki ace tor sada rup joubone

Ki ace tor sada rup joubone

Kalo bole korli na tui apon

Bujlinare piriter rong gopon

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *