Ami Morile Jeno Pai Tomare Bangla Lyrics By Shohag Vai

Ami Morile Jeno Pai Tomare Bangla Lyrics By Shohag Vai 

Song : Ami Morile Jeno Pai Tomare

Vocal : Shohag Vai 

Lyrics : Khalek Dewan

Label : Shohag Vai Official 

 

Ami Morile Jeno Pai Tomare Bangla Lyrics 

 আমি মরিলে যে’ন

 পাই তোমারে পূর্ণ জন্ম লইয়া।

 আমি মরিলে যে’ন

 পাই তোমারে পূর্ণ জন্ম লইয়া।

আমি মরলে এই করিও, 

আমার মরা না পোড়াইও,

না গাড়িও,

না দিও বাসাইয়া।

ও সইগো  না গাড়িও,

না দিও বাসাইয়া।

সোনা বন্ধু বন্ধু,

 বলে কান্দিস  আমার কর্ণ মূলে।

সোনা বন্ধু বন্ধু,

 বলে কান্দিস  আমার কর্ণ মূলে।

 

তোরা তমাল ডালে রাখিও বান্দিয়া ,

 পূর্ণ জন্ম লইয়া।

আমি মরিলে যে’ন

 পাই তোমারে পূর্ণ জন্ম লইয়া।

 আমি মরিলে যে’ন

 পাই তোমারে পূর্ণ জন্ম লইয়া।

 

 প্রান বন্ধুয়া দেশে এলে,

সখি তরা সবাই মিলে 

যাইও তারে তমাল তলায় লইয়া।

ও সইলো যাইও তারে তমাল তলায় লইয়া।

বলিস তোমার প্রেমে পড়ে

বলিস তোমার প্রেমে পড়ে,

 পরান পাখি গেছে উড়ে,

শূন্য খাঁচা রইয়াছে পড়িয়া ।

আমি মরিলে যে’ন

 পাই তোমারে পূর্ণ জন্ম লইয়া।

 আমি মরিলে যে’ন

 পাই তোমারে পূর্ণ জন্ম লইয়া।

 

চন্ডিদাসের মরন হইল,

রজকিনি বাঁচাইল,

শ্বাসে কয় প্রেমের দোহায় দিয়া।

সাগর কয় ঐ পিরিতে যদি বন্ধুর চিত্তে গ।

নেয় যেন আবার জন্ম দিয়া।

আমি মরিলে যে’ন পাই তোমারে ও দরদি পূর্ণ জন্ম লইয়া।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *