Ami Nissho Hoye Jabo ( নিঃশো হয়ে যাব) Bangla Lyrics By Imran Mahmudul.

Ami Nissho Hoye Jabo ( নিঃশো হয়ে যাব) Bangla Lyrics By Imran Mahmudul. 


Song : Ami Nissho Hoye Jabo (Reprised Version)

Singer : Imran Mahmudul.

Music re arrangements : Tonmay mahabubul 

Cast : Imran & Sarika Subrin.

Original Singer : Chandan Sinha.

Lyric: Kabir Bakul.

Music : Kaushik Hossain Taposh.

Movie : Purno Doirgho Prem Kahini.

Ami Nissho Hoye Jabo Bangla Lyrics  

তুমি আছো বলে

তারা নিভে জ্বলে

সাগরেতে নদী খোঁজে মোহনা

তুমি আছো বলে বাঁচি

পৃথিবীতে আমি আছি

তুমি অন্য কারো হতে পারো না

আমি নিঃস্ব হয়ে যাব জানো না

যখনই তোমাকে পাবো না

আমি নিঃস্ব হয়ে যাব জানো না

যখন তোমাকেই পাবো না

চোখে চোখ পড়লেই চোখ সরে না

এত দেখি তবু মন ভরে না

মায়া মায়া তোমার হাসি

কথা যেন মধুর বাশি

আমি পাইনা খুঁজে তোমার তুলনা

আমি নিঃস্ব হয়ে যাব জানো না

যখনই তোমাকে পাবো না

আমি নিঃস্ব হয়ে যাব জানো না

যখন তোমাকেই পাবো না

ভালোবাসা ছাড়া বলো কে বাঁচে

থাকো তুমি থাকো মনেরই কাছে

তুমি আমার ভালোবাসা

তুমি আমার আলো আশা

তুমি আমার এ কথা কি মানো না

আমি নিঃস্ব হয়ে যাব জানো না

যখনই তোমাকে পাবো না

আমি নিঃস্ব হয়ে যাব জানো না

যখন তোমাকেই পাবো না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *