Ami Shanto (আমি শান্ত) Bangla Lyrics By Prosen.
Ami Shanto (আমি শান্ত) Bangla Lyrics By Prosen.
Song Name : Ami Shanto
Singer : Prosen
Tune & Music : Prasen
Lyrics : Dipangshu Acharya
Music Label : GAAN TAAN
Release On : 2022-12-11
Ami Shanto Lyrics in Bengali
আমি শান্ত একটা পা দোলানো
চাদর চাপা রাত
আমি শান্ত একটা পা দোলানো
চাদর চাপা রাত
আমি হাড়হাভাতে আলোর সাথে
ছায়ার অভিঘাত
থামবে না আজ মায়ের আওয়াজ
ঘুমের রেডিওয়
থামবে না আজ মায়ের আওয়াজ
ঘুমের রেডিওয়
সেই আমাদের টুকরো কবর
আঁকড়ে ধরে শোয়
আমি শান্ত
আমি শান্ত একটা পা দোলানো
চাদর চাপা রাত
আমি তার দুচোখের
আমি তার দুচোখের সাত সাগরের
অন্যরকম ঢেউ
খুব নীরবে ভাঙছি
যাতে শুনতে না পায় কেউ
আমি তার দুচোখের সাত সাগরের
অন্যরকম ঢেউ
খুব নীরবে ভাঙছি
যাতে শুনতে না পায় কেউ
স্মৃতির দাগে নক্সা আঁকে
ধুলোর ধারাপাত
স্মৃতির দাগে নক্সা আঁকে
ধুলোর ধারাপাত
আমি শান্ত একটা পা দোলানো
চাদর চাপা রাত
বলো সিন্ধু কেন নীল
বলো ছন্দ কেন খ্যাপা
বলো তন্দ্রা কেন বন্ধু হয়েও
অন্ধকারের ব্যাপার
বলো বন্ধু কেন চুপ
বলো অন্ধ কেন আমি
কেন কান্নাপ্রধান গানগুলো সব
খিদের মতোই দামী
ডোবার আগে নিজের দাগে
নিজেই বোলাই হাত
ডোবার আগে নিজের দাগে
নিজেই বোলাই হাত
আমি শান্ত একটা পা দোলানো
চাদর চাপা রাত
আমি শান্ত একটা পা দোলানো
চাদর চাপা রাত
আমি শান্ত একটা পা দোলানো
চাদর চাপা রাত
আমি শান্ত