Ami Soiya Geleo Soibona Bidhata Bangla Lyrics By Iftikhar Ifti.

Ami Soiya Geleo Soibona Bidhata Bangla Lyrics By Iftikhar Ifti.


Song: Ami Soiya Geleo Soibona Bidhata Vocal: Iftekar Ifti

Lyrics : Salman Ahmed Suhag.

 

Ami Soiya Geleo Soibona Bidhata Bangla Lyrics By Iftikhar Ifti.


কথা দিয়া তুমি বন্ধু দিলা আমায় ব্যাথা

কথা দিয়া তুমি বন্ধু দিলা আমায় ব্যাথা,

আমি সইয়া গেলেও বন্ধু সইবোনা বিধাতা

 আমি সইয়া গেলেও বন্ধু সইবোনা বিধাতা

 যে অন্তরে রাখলাম তোমায় 

  যে অন্তরে রাখলাম তোমায় 

  আঘাত করলা সেথায়

  আমি সইয়া গেলেও বন্ধু সইবোনা বিধাতা

  আমি সইয়া গেলেও বন্ধু সইবোনা বিধাতা

  তোমার মত তুমি শুধু করলা অবিচার

  হারাই গেলে বুঝবা ঠিকই কি ছিলাম তোমার

  তোমার মত তুমি শুধু করলা অবিচার

  হারাই গেলে বুঝবা ঠিকই কি ছিলাম তোমার।

  বুকের ভিতর আজো পুষি তোমার দেয়া ব্যাথা।

  আমি সইয়া গেলেও বন্ধু সইবোনা বিধাতা

  আমি সইয়া গেলেও বন্ধু সইবোনা বিধাতা।

 ও ঝরে যাওয়া পাতার মত হইলো আমার জীবন,

কথার ছুড়ি দিয়া হ্রদয় করলা রক্তক্ষরণ

ও ঝরে যাওয়া পাতার মত হইলো আমার জীবন,

কথার ছুড়ি দিয়া হ্রদয় করলা রক্তক্ষরণ।

   মুখোশের আড়ালে তোমার কেমন নিষ্ঠুরতা 

   আমি সইয়া গেলেও বন্ধু সইবোনা বিধাতা

  কথা দিয়া তুমি বন্ধু দিলা আমায় ব্যাথা

কথা দিয়া তুমি বন্ধু দিলা আমায় ব্যাথা,

আমি সইয়া গেলেও বন্ধু সইবোনা বিধাতা

 আমি সইয়া গেলেও বন্ধু সইবোনা বিধাতা

আরো পড়ুন ঃ আরমান আলিফের নতুন গানের লিরিক্স 

Ami Soiya Geleo Soibona Bidhata Bangla Lyrics By Iftikhar Ifti.

Kotha diya tumi bondhu dila amay betha

Kotha diya tumi bondhu dila amay betha Ami Soiya Geleo bondhu soibona bidhata  

Ami Soiya Geleo bondhu soibona bidhata

Je ontore rakhlam tomay

Aghat korla sethay

Ami Soiya Geleo soibona bidhata

Tomar moto tumi sudhu korla obichar

Harai gele bujba thiki ki chilam tomar

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *