Apology (অ্যাপোলজি) Bangla Lyrics By Rishi Panda.
Song : Apology
Singer : Rishi Panda
Lyrics : Rishi Panda
Music Label : Rishi Panda (Mixtape)
Release On : 6 November 2022
Apology Bangla Lyrics
আশা করি ভালোই আছো
সবই সহজ আজ আমায় ছাড়া
আমার মতন হয়নি জীবন
দিকশুন্য দিশে হারা
আশা করি ঘুম এসে যায় রোজ শুকনো চাদরে
আমি ছাড়া দমবন্ধ হয় না আর হঠাৎ করে
সময় হয় নিই তাও
সেই ঝগড়াঝাটি দিয়ে ফাঁকি
আজ তুমি উধাও
আরও বাড়ছে শীত দিগবিদিক
থামছে না লড়াই
এই পথ গভীর অন্তহীন
নেই কোন উপায়
ঘুমহীন রাতের শেষ নেই
হারিয়ে যাচ্ছে অনেকেই
তুমিও কাউকে খুজে নাও
সবই পাও মনে যা চাও
একই চাঁদের আলোয় আজ
ভিজছে তোমার আমার রাত
ভাবনা করে যে সম্বল
এই বন্ধ ঘড়ির দল
সঙ্গ দিক সঙ্গ দিক
অন্ধকারে মাথাচাড়া দেয়
ঘোর বাস্তব
চিন্তারা সব ভিড় যে বাড়ায়
পছন্দমতো রঙ লাগিও নেলপলিশে
শান্তিতে রোজ এসে যায় ঘুম শুকনো বালিশে
সময় হয় নিই তাও
সেই ঝগড়াঝাটি দিয়ে ফাঁকি
আজ তুমি উধাও
আরও বাড়ছে শীত দিগবিদিক
থামছে না লড়াই
এই পথ গভীর অন্তহীন
নেই কোন উপায়।।