Apon (আপন) Bangla Lyrics By Tanveer Evan.
Song : Apon
Singer : Tanveer Evan
Music : Piran Khan
Tune : Tanveer Evan
Label : Club 11 Entertainment
Apon Bangla Lyrics
আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে
তুমি জীবনের পথ চলা,
নিজে না খেয়ে তুমি খাওয়ালে
শেখালে কথা বলা।
বাবা তুমি আমার
যত খুশির কারন,
বলো তোমার মতো
করবে কে শাসন।
বাবা তুমি আমার
বেঁচে থাকার কারন,
নেই তোমার মতো
কেউ এতোটা আপন।।
দু পা, দু পা এগিয়ে
তোমার হাত ধরে,
পথ চলতে শিখেছি।
জানি না কতোটা বাধা
তুমি একা সয়েছো,
বূঝতে দাও নি কিছু।
আজ আমি হয়েছি বড়
নিজের মতো করে বুঝি সবই,
অজান্তে কত কি ভুল করেছি,
তুমি ক্ষমা করো আমায়।
বাবা তুমি আমার
যত খুশির কারন,
বলো তোমার মতো
করবে কে শাসন।
বাবা তুমি আমার
বেঁচে থাকার কারন,
নেই তোমার মতো
কেউ এতোটা আপন।।
Apon Bangla Lyrics
Angule angul chuye shekhale
Tumi jiboner poth chola
Nije na kheye tumi khaowale
Shekhale kotha bola
Baba Tumi Amar
Joto Khushir Karon
Bolo tomar moto
Korbe ke shashon
Baba Tumi Amar
Benche Thakar Karon
Nei tomar moto
Keu etota apon