Apon Cinla Na Re(আপন চিনলা না রে) Bangla Lyrics By Samz Vai

Apon Cinla Na Re(আপন চিনলা না রে) Bangla Lyrics By Samz Vai

Song : Apon Cinla Na Re

Vocal : Samz Vai 

Lyrics : Mehedi Hasan Limon 

Tune : Yeasin Hossain Neru

Label : Soundtek

 

Apon Cinla Na Re Bangla Lyrics 

তোমার কথা মনে পরে আজও প্রতিদিন,

তোমায় ভুলে থাকতে হবে ভাবিনি কোনোদিন।

তোমার কথা মনে পরে আজও প্রতিদিন,

তোমায় ভুলে থাকতে হবে ভাবিনি কোনোদিন।

বুঝিনি কখনো তুমি যাবে ছেড়ে মায়ার বাঁধন,

এখন তোমার হয়েছি পর 

অন্য কেউ হয়েছে আপন।

আপন চিনলা না রে বন্ধু চিনলা না আপন,

তোমার মনে বসত বান্ধে এখন অন্য জন।

আপন চিনলা না রে বন্ধু চিনলা না আপন,

তোমার মনে বসত বান্ধে এখন অন্য জন।

রোজ নিশি যায়রে ভিজে যায় 

আমার চোখের জলে,

জানিনা কোন ভুলের প্রতিশোধ 

তুমি এভাবে নিলে।

রোজ নিশি যায়রে ভিজে যায় 

আমার চোখের জলে,

জানিনা কোন ভুলের প্রতিশোধ

তুমি এভাবে নিলে।

আপন চিনলা না রে বন্ধু চিনলা না আপন,

তোমার মনে বসত বান্ধে এখন অন্য জন।

আপন চিনলা না রে বন্ধু চিনলা না আপন,

তোমার মনে বসত বান্ধে এখন অন্য জন।

আমার বুকের ছোট্ট ঘরে আজও থাকো তুমি,

তুমি ছাড়াও নিস্ম একা জেন্ত লাশ আমি।

আমার বুকের ছোট্ট ঘরে আজও থাকো তুমি,

তুমি ছাড়াও নিস্ম একা জেন্ত লাশ আমি।

তোমার কথা মনে পরে আজও প্রতিদিন,

তোমায় ভুলে থাকতে হবে ভাবিনি কোনোদিন।

বুঝিনি কখনো তুমি যাবে ছেড়ে মায়ার বাঁধন,

এখন তোমার হয়েছি পর অন্য কেউ হয়েছে আপন।

আপন চিনলা না রে বন্ধু চিনলা না আপন,

তোমার মনে বসত বান্ধে এখন অন্য জন।

আপন চিনলা না রে বন্ধু চিনলা না আপন,

তোমার মনে বসত বান্ধে এখন অন্য জন।

Apon Cinla Na Re Bangla Lyrics 

Tomar kotha mone pore ajo protidin

Tomay vule thakte hobe vabini konodin

Tomar kotha mone pore ajo protidin

Tomay vule thakte hobe vabini konodin

Bujhini kokhono tumi jabe chere mayar badhon

Akhon tomar hoyechi por onno keu hoyechi apon

Apon chinla na re bondhu chinla na apon

Tomar mone bosot bandhe akhon onno jon

Apon chinla na re bondhu chinla na apon

Tomar mone bosot bandhe akhon onno jon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *