Apon Vebe Jare Ami(আপন ভেবে যারে আমি) Bangla Lyrics By Dewan Joshim
Song : Apon Vebe Jare Ami
Vocal : Dewan Joshim
Lyrics : Md Mamun
Tune : Dewan Joshim
Music : MH Rahel
Label : TMH Music bd
Apon Vebe Jare Ami Bangla Lyrics
আপন ভেবে যারে আমি
তুলে নিলাম বুকে
মির্জাফরের মতো আমায়
মারলো ধুকে ধুকে
আপন ভেবে যারে আমি
তুলে নিলাম বুকে
মির্জাফরের মতো আমায়
মারলো ধুকে ধুকে
বন্ধু আমার এতো নিঠুর
আগে বুঝি নায়
পাষাণ বন্ধুর প্রেম আগুনে
পুইরা হইলাম ছাই
পাষাণ বন্ধুর প্রেম আগুনে
পুইরা হইলাম ছাই
মনের আগুন জলে দিগুণ
তোরই নামটি শুনে
নিমের চেয়েও তিতা এখন
তুইতো আমার মনে
মনের আগুন জলে দিগুণ
তোরই নামটি শুনে
নিমের চেয়েও তিতা এখন
তুইতো আমার মনে
এইতো আমি ছিলাম সেদিন
সুখের রাজ্যের রাজা
তোকে ভালোবাসার ফলে
হইলাম রাজ্যের প্রজা
বন্ধু আমার এতো নিঠুর
আগে বুঝি নায়
পাষাণ বন্ধুর প্রেম আগুনে
পুইরা হইলাম ছাই
পাষাণ বন্ধুর প্রেম আগুনে
পুইরা হইলাম ছাই
সপ্নের মতো এলি মনে
সপ্নে চলে গেলি
মিস্টি প্রেমের কথা কইয়া
দাগ লাগাইয়া দিলি
সপ্নের মতো এলি মনে
সপ্নে চলে গেলি
মিস্টি প্রেমের কথা কইয়া
দাগ লাগাইয়া দিলি
বলতি আবার একি সঙ্গে
থাকবো জনম ভর
তোমার হাতে রাইখাছি হাত
হবো না গো পর
বন্ধু আমার এতো নিঠুর
বন্ধু আমার এতো নিঠুর
আগে বুঝি নায়
পাষাণ বন্ধুর প্রেম আগুনে
পুইরা হইলাম ছাই
পাষাণ বন্ধুর প্রেম আগুনে
পুইরা হইলাম ছাই
আপন ভেবে যারে আমি
তুলে নিলাম বুকে
মির্জাফরের মতো আমায়
মারলো ধুকে ধুকে
আপন ভেবে যারে আমি
তুলে নিলাম বুকে
মির্জাফরের মতো আমায়
মারলো ধুকে ধুকে
বন্ধু আমার এতো নিঠুর
আগে বুঝি নায়
পাষাণ বন্ধুর প্রেম আগুনে
পুইরা হইলাম ছাই
পাষাণ বন্ধুর প্রেম আগুনে
পুইরা হইলাম ছাই।।
Apon Vebe Jare Ami Bangla Lyrics
Apon vebe jare ami
Tule nilam buke
Mirjaforer moto amay
Marlo dhuke dhuke
Bondhu amar eto nithur
Age bujhi nay
Pashan bondhur prem agune
Puira hoilam chai
Pashan bondhur prem agune
Puira hoilam chai.