Ar Ekta Din Kete Jay Bangla Lyrics By Shreya Ghoshal.
Song : Ar Ekta Din Kete Jay
Singer : Shreya Ghoshal
Movie : Bedroom
Label : Sneha Karmakar Official
Ar Ekta Din Kete Jay Bangla Lyrics
আর একটা দিন কেটে যায়
শুধু দিন কাটিয়ে দেওয়ায়
তোমার নীল কল্পনা প্রতীক্ষায়
আবার ভোরে জাগিয়ে দেয়
আমায় ফের জানিয়ে দেয়
তোমার নীল কল্পনায়
সবই হারায়
আবার ভোরে জাগিয়ে দেয়
আমায় ফের জানিয়ে দেয়
তোমার নীল কল্পনায়
সবই হারায়
আমায় যেতে হবে কোথায়
যেখানে শূন্যতাও হারিয়ে যায়
সময় সেখানে রাখিনা আর
ঠিকানা খুঁজে পাওয়ার কোন উপায়
আকাশ আমার প্রিয় আকাশ
আমার দিকে তাকায় কোন আশঙ্কায়
দেওয়াল আমায় বাঁধতে চাই
তোলে আবার অন্তরাল চলে যাওয়া
কথা ছিল তা ভেঙে দেওয়ার
দেওয়াল ভেঙে চলে যাওয়ার
আকাশের সে আশঙ্কা
পূর্ণতা হায়
দেওয়াল ভাঙ্গা হলো না আর
সে কল্পনা ভুলে যাওয়া
আমার সেই ইচ্ছে শুধু
কেঁদেছে যন্ত্রনা
ভুলে গেছি কত কিছু
কত উঁচু নিচু
পথ জীবন ভয়
ভুলে গেছি অন্ধকার
কত অবমাননা
অভিমানী প্রহর
অতীত যা কেটেছে উপেক্ষায়
আমার দিকে তাকায়
তাকে ফেলে আসায়
শহর অচেনা নির্জনতায়
অবাক করে আমায়
কিছু বলতে চাই
শহর কিছু বলেনা আর
এ সময় শুধু নীরবতায়
নিরবতার গোলকধাঁধায়
সে পথ হারা
অবশ্য ঘোর কেটে যায়
হঠাৎ কেউ গেয়ে ওঠায়
তোমার নীল কল্পনায়
অসহ্য যন্ত্রণা