Aro Ekta Din (আরো একটা দিন) Bangla Lyrics By Ismat Ara Eva.
Song : Aro Ekta Din
Singer : Ismat Ara Eva
Lyrics : Mahbub Rahman
Tune & Music : Amit Kar
Label : Agniveena
Aro Ekta Din Bangla Lyrics
তোমার ব্যস্ত থাকা
আরো একটা দিন
আমার দাতের ফাঁকে
খুশির ফরমালিন
তোমার ব্যস্ত থাকা
আরো একটা দিন
আমার দাতের ফাঁকে
খুশির ফরমালিন
কিছু তারাহুরো গাড়ির নিত্য হর্ন
কিছু নিচ্ছে কিছু কান্না ভেজা ক্ষন
কিছু তারাহুরো গাড়ির নিত্য হর্ন
কিছু নিচ্ছে কিছু কান্না ভেজা ক্ষন
আমি হেরে যাওয়ার
তার লাগি রেখায়
আমি হেরে যাওয়ার
তার লাগি রেখায়
তুমি আসবে ফিরে
ছোট্ট সে আশায়
তোমার ব্যস্ত থাকা
আরো একটা দিন
আমার দাতের ফাঁকে
হাশির ফরমালিন
এই যে আমার বিকেল ঘড়ি
দাতের কাটায় থামে
ভুল করেও দাওনি চিঠি
তুমি আমার নামে
এই যে আমার বিকেল ঘড়ি
দাতের কাটায় থামে
ভুল করেও দাওনি চিঠি
তুমি আমার নামে
পাশ কাটিয়ে যাচ্ছে সময়
তুমি আসো না
আসতে পারো অপেক্ষাতে
আমার দিন গোনা
তোমার ব্যস্ত থাকা
আরো একটা দিন
আমার দাতের ফাঁকে
হাশির ফরমালিন
এই যে আমার কেমন কেমন
সুখের অসুখ বুকে
বুঝবে কবে তোমার জন্য
মরছি ভিষণ শোকে
এই যে আমার কেমন কেমন
সুখের অসুখ বুকে
বুঝবে কবে তোমার জন্য
মরছি ভিষণ শোকে
মিথ্যে করেও বলতে পারো
আমার দারুণ জর
ভাবছি বসে হটাৎ তোমার
আসবে খবর
তোমার ব্যস্ত থাকা
আরো একটা দিন
আমার দাতের ফাঁকে
হাশির ফরমালিন
তোমার ব্যস্ত থাকা
আরো একটা দিন
আমার দাতের ফাঁকে
হাশির ফরমালিন
কিছু তারাহুরো গাড়ির নিত্য হর্ন
কিছু নিচ্ছে কিছু কান্না ভেজা ক্ষন
কিছু তারাহুরো গাড়ির নিত্য হর্ন
কিছু নিচ্ছে কিছু কান্না ভেজা ক্ষন
আমি হেরে যাওয়ার
তার লাগি রেখায়
আমি হেরে যাওয়ার
তার লাগি রেখায়
তুমি আসবে ফিরে
ছোট্ট সে আশায়
তোমার ব্যস্ত থাকা
আরো একটা দিন
আমার দাতের ফাঁকে
হাশির ফরমালিন।।