Aroberi Paak Bhumite (আরবেরি পাক ভূমিতে) Bangla Gojol Lyrics By Rajiya Risha.
Song : Aroberi Paak Bhumite
Singer : Rajiya Risha
Lyrics & Tune : Mufti Monirul Islam Chowdhury
Genre : Vocal
Edit and Color : Ibrahim Ferdous
Label : Rupali Kontho
Aroberi Paak Bhumite Bangla Lyrics
আরবেরি পাক ভূমিতে
ফুটলো এক নুরের ফুল
সেই ফুল আমার প্রিয়
নবী মোহাম্মদ রাসুল
সেই ফুল আমার প্রিয়
নবী মোহাম্মদ রাসুল
আরবেরি পাকভূমিতে
ফুটলো এক নুরের ফুল
আরবেরি পাকভূমিতে
ফুটলো এক নুরের ফুল
সেই ফুল আমার প্রিয়
নবী মোহাম্মদ রাসুল
সেই ফুল আমার প্রিয়
নবী মোহাম্মদ রাসুল
সেই ফুলের ও খুসভুমিলে আমার
দয়াল নবীজির নাম যো পিলে ও
সেই ফুলের ও খুসভুমিলে আমার
দয়াল নবীজির নাম যো পিলে ও
আনন্দিত বিশ্ববাসী আনন্দিত
বিশ্ববাসী পাইয়া নবীর চরণদুল
সেই ফুল আমার প্রিয়
নবী মোহাম্মদ রাসুল
সেই ফুল আমার প্রিয়
নবী মোহাম্মদ রাসুল
উম্মতেরা পাপ করিলে
দয়াল নবীর দিলে আঘাত মিলে ও
উম্মতেরা পাপ করিলে
দয়াল নবীর দিলে আঘাত মিলে ও
পাপকে ঘৃণা কর সবে
পাপকে ঘৃণা কর সবে
হও যদি আশিক রাসুল
সেই ফুল আমার প্রিয়
নবী মোহাম্মদ রাসুল
সেই ফুল আমার প্রিয়
নবী মোহাম্মদ রাসুল
নবীউন আশিকে দিলে
তাহার ওপর ঈমান আনলে গো
নবীউন আশিকে দিলে
তাহার ওপর ঈমান আনলে গো
থাকবে না তোর কোন জ্বালা
থাকবে না তোর কোন জ্বালা
মন হবে সদাই ব্যাকুল
সেই ফুল আমার প্রিয় নবী
মোহাম্মদ রাসুল
সেই ফুল আমার প্রিয় নবী
মোহাম্মদ রাসুল
আরবেরি পাকভূমিতে
ফুটলো এক নুরের ফুল
আরবেরি পাকভূমিতে
ফুটলো এক নুরের ফুল
সেই ফুল আমার প্রিয়
নবী মোহাম্মদ রাসুল
সেই ফুল আমার প্রিয়
নবী মোহাম্মদ রাসুল।।