Asbe Thiki Kadbe Tomar Pran( আসবে ঠিকই কাদবে তোমার প্রান) Bangla Lyrics By Gogon Sakib

Asbe Thiki Kadbe Tomar Pran( আসবে ঠিকই কাদবে তোমার প্রান) Bangla Lyrics By Gogon Sakib 

Song :  Asbe Thiki Kadbe Tomar Pran

Vocal : Gogon Sakib 

Lyrics : Gogon Sakib 

Music : Rohan Raj 

Label : E- Sound Music

 

Asbe Thiki Kadbe Tomar Pran Bangla Lyrics 

যদি কখনো পাও শুনতে 

করেছি আত্মহত্যা!

ভেবে নিও প্রিয় 

আর কোনো ছিলনা রাস্তা

নতুন নতুন মানুষের 

স্পর্শেরই ভিড়ে,

এই আমি তার স্পর্শ 

কমে যাবে হারিয়ে!

আসবে ঠিকই কাঁদবে তোমার প্রাণ

পাবে সেদিন আগরবাতির ঘ্রাণ!

দিলে না তুমি ভালবাসার দাম

মগজে রবে সেই তোমারি নাম

আসবে ঠিকই কাঁদবে তোমার প্রাণ

পাবে সেদিন আগরবাতির ঘ্রাণ!

দিলে না তুমি ভালবাসার দাম

মগজে রবে সেই তোমারি নাম। 

আজ তোমার মনেতে 

আমার ছবিতে,

ধরেছে ঘুনপোকা!

নতুন মানুষ হলো আপন 

আমার ভাগে ধোঁকা!

আজ মাঝ রাতে সাদ নিবে

তোমার দেহের অন্য কেউ!

আর বিপরীতে শুধু পুড়বো আমি 

বইবে ব্যথার ঢেউ।

আমার ভালোবাসা আজ রূপকথা হলো

সেই গল্প শুনিয়ে তুমি,

কার বুকে হাসো!

এক অন্ধ মানুষ পৃথিবী দেখার 

স্বপ্ন দেখে যেমন!

তোমায় ফিরে পেতে 

আমি দেখি স্বপ্ন তেমন।

অবহেলার প্রহর যদি শেষ হয়ে যায়

তবে ডেকে নিও তুমি আমায়,

আমি অপেক্ষায়!!

Asbe Thiki Kadbe Tomar Pran Bangla Lyrics

Jodi kokhono shunte pao

Korechi attohatta

Vebe nio priyo

Ar kono chilona rasta

Notun notun manuser

Sporsheri vire

Ei ami tar sporsho

Kome jabe hariye

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *