Ashar Prodip Jele Ajo Bose Achi ( আশার প্রদীপ জ্বেলে আজও বসে আছি ) Bangla Lyrics By Baul Sukumar.
Song : Ashar Prodip Jele Ajo Bose Achi
Singer : Baul Sukumar
Lyrics : Sarowar Shuvo & Baul Sukumar
Tune : Sarowar Shuvo
Flute : Munshi Jewel
Music : Tanzil Hasan
Starring : Afran Nisho & Sabnam Faria
Drama : Odbhut Haat
Label : Eagle Music™
Produced By : Kachi Ahmed
Ashar Prodip Jele Ajo Bose Achi Bangla Lyrics
আমি বামন হইয়া চাঁদের প্রানে
হাত বাড়াইমু না ।
আমি বামন হইয়া চাঁদের প্রানে
হাত বাড়াইমু না ।
বন্ধু আমার আসমানের চাঁদ
ধরা দেবে না ।
বন্ধু আমার আসমানের চাঁদ
ধরা দেবে না ।
আমি বামন হইয়া চাঁদের প্রানে
হাত বাড়াইমু না ।
আমি বামন হইয়া চাঁদের প্রানে
হাত বাড়াইমু না ।
বন্ধু আমার আসমানের চাঁদ
ধরা দেবে না ।
বন্ধু আমার আসমানের চাঁদ
ধরা দেবে না ।
বন্ধু আমার আসমানের পরী…
আমি মানুষ হইয়া কেমনে তারে
বুকেতে ধরি ।
বন্ধু আমার আসমানের পরী…
আমি মানুষ হইয়া কেমনে তারে
বুকেতে ধরি ।
তাইতো বন্ধু আমার প্রেমে
মন মজাইলো না ।
ওরে তাইতো বন্ধু আমার প্রেমে
মন মজাইলো না ।
বন্ধু আমার আসমানের চাঁদ
ধরা দেবে না ।
বন্ধু আমার আসমানের চাঁদ
ধরা দেবে না ।
বন্ধু বড়ো অহংকারী…
তার পেছনে ঘোরে সবাই
লইয়া বাড়ি গাড়ি ।
বন্ধু বড়ো অহংকারী…
তার পেছনে ঘোরে সবাই
লইয়া বাড়ি গাড়ি ।
তাইতো বন্ধু আমার প্রেমের
মূল্য দিলো না ।
ওরে তাইতো বন্ধু আমার প্রেমের
মূল্য দিলো না ।
বন্ধু আমার আসমানের চাঁদ
ধরা দেবে না ।
বন্ধু আমার আসমানের চাঁদ
ধরা দেবে না ।
আমি বামন হইয়া চাঁদের প্রানে
হাত বাড়াইমু না ।
আমি বামন হইয়া চাঁদের প্রানে
হাত বাড়াইমু না ।
বন্ধু আমার আসমানের চাঁদ
ধরা দেবে না ।
বন্ধু আমার আসমানের চাঁদ
ধরা দেবে না ।
আমি বামন হইয়া চাঁদের প্রানে
হাত বাড়াইমু না ।
আমি বামন হইয়া চাঁদের প্রানে
হাত বাড়াইমু না ।
বন্ধু আমার আসমানের চাঁদ
ধরা দেবে না ।
বন্ধু আমার আসমানের চাঁদ
ধরা দেবে না ।
আশার প্রদীপ জ্বেলে
আজও বসে আছি ।
আশার প্রদিপ জ্বেলে
আজও বসে আছি ।
আসবে বলে প্রাণ বন্ধু
আসবে বলে প্রাণ বন্ধু
পথ চেয়ে আছি,
আজও বসে আছি
আশার প্রদীপ জ্বেলে
আজও বসে আছি ।
বিরহের অনলে আমার অন্তর পুড়েছি
পুড়তে পুড়তে দেহ আমার অঙ্গার করেছি ।
বিরহের অনলে আমার অন্তর পুড়েছি
পুড়তে পুড়তে দেহ আমার অঙ্গার করেছি ।
তোমার দেওয়া যত ব্যাথা
তোমার দেওয়া যত ব্যাথা, নীরবে সয়েছি ।
আজও বসে আছি
আশার প্রদিপ আশার প্রদিপ জ্বেলে
আজও বসে আছি ।
বিশ্বাস করে তোমায় আমি ভালোবেসেছি
তোমার প্রেমে ডুবে এখন সাগরে পড়েছি ।
বিশ্বাস করে তোমায় আমি ভালোবেসেছি
তোমার প্রেমে ডুবে এখন সাগরে পড়েছি ।
সুকুমার এর মনের কথা
সুকুমার এর মনের কথা
বুকে চেপে রাখি ।
আজও বসে আছি
আশার প্রদিপ জ্বেলে
আজও বসে আছি ।
আশার প্রদিপ জ্বেলে
আজও বসে আছি ।
আসবে বলে প্রাণ বন্ধু
আসবে বলে প্রাণ বন্ধু
পথ চেয়ে আছি
আজও বসে আছি
আশার প্রদিপ জ্বেলে
আজও বসে আছি ।
Ashar Prodip Jele Ajo Bose Achi Bangla Lyrics
Ashar Prodip jele
Ajo bose achi.
Ashar Prodip jele
Ajo bose achi.
Asbe bole prano bondho
asbe bole prano bondho
Path cheye achi
Ajo bose achi
Ashar Prodip jele
Ajo bose achi.