Asmane Jaio Na Bondhu ( আসমানে যাইও নারে বন্ধু) Bangla Lyrics By Pagol Hasan.
Asmane Jaio Na Bondhu ( আসমানে যাইও নারে বন্ধু) Bangla Lyrics By Pagol Hasan.
Song : Asmane Jaio Na Bondhu
Singer : Pagol Hasan
Lyrics & Tune : Pagol Hasan
Music : Amit Chatterjee
Label : Pagol Hasan Official
Asmane Jaio Na Bondhu Bangla Lyrics
আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারবো না
পাতালে যাইও নারে বন্ধু ছুইতে পারব না
বুকের ভিতর রইওরে বন্ধু বুকের ভিতর রইও
অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও
আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারবো না
পাতালে যাইও নারে বন্ধু ছুইতে পারব না
আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারবো না
পাতালে যাইও নারে বন্ধু ছুইতে পারব না
বুকের ভিতর রইওরে বন্ধু বুকের ভিতর রইও
অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও
তুমি বুকের ভিতর রইওরে বন্ধু বুকের ভিতর রইও
অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও
ও বন্ধুরে ….
সতী নারীর পতি যেমন পর্বতের চূড়া
অসৎ নারীর গতি তেমন ভাঙ্গা নায়ের গোরা
ও বন্ধুরে ….
সতী নারীর পতি যেমন পর্বতের চূড়া
অসৎ নারীর গতি তেমন ভাঙ্গা নায়ের গোরা
তুমি নায়ের গলই হইয়ো রে বন্ধু
নায়ের গলই হইয়ো
অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও
তুমি বুকের ভিতর রইওরে বন্ধু বুকের ভিতর রইও
অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও
ও বন্ধুরে ….
না করিয়া পাগল হাসান কুল কলঙ্কের ভয়
প্রেম তরুণী ভাসাইলাম নামে দয়াময়
ও বন্ধুরে ….
না করিয়া পাগল হাসান কুল কলঙ্কের ভয়
প্রেম তরুণী ভাসাইলাম নামে দয়াময়
তুমি দয়াময়ী হইয়ো রে বন্ধু দয়াময়ী হইয়ো
অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও
তুমি বুকের ভিতর রইওরে বন্ধু বুকের ভিতর রইও
অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও
আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারবো না
পাতালে যাইও নারে বন্ধু ছুইতে পারব না
আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারবো না
পাতালে যাইও নারে বন্ধু ছুইতে পারব না
বুকের ভিতর রইওরে বন্ধু বুকের ভিতর রইও
অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও
তুমি বুকের ভিতর রইওরে বন্ধু বুকের ভিতর রইও
অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও