Asmaner Chan (আসমানের চান) Bangla Lyrics By Gamcha Palash & Tithy.

Asmaner Chan (আসমানের চান) Bangla Lyrics By Gamcha Palash & Tithy. 

Song : Asmaner Chan

Singer : Gamcha Palash & Tithy

Lyrics & Tune : Gamcha Palash 

Label : Gamcha Palash 

Asmaner Chan Bangla Lyrics 

তুমি বন্ধু আমার কাছে 

আসমানের ও চান

তুমি বন্ধু আমার কাছে 

আসমানের ও চান

আর কইরো না কোন অভিমান 

আর কইরো না কোন অভিমান

মিস্টি মিস্টি কথা কইয়া 

মারলা প্রেমের বান 

মিস্টি মিস্টি কথা কইয়া 

মারলা প্রেমের বান 

তুমি বন্ধু আসলে পাষাণ 

তুমি বন্ধু আসলে পাষাণ

ছোট কালে খেলার ছলে 

বইসা নিরলে 

কথা কইছি দুইজনে 

রাখো তোমার মিস্টি কথা 

তোমার সনে করবো না প্রেম জীবনে

ওগো তুমি আমার মনের মানুষ 

আধা ভাট পরান 

ওগো তুমি আমার মনের মানুষ 

আধা ভাট পরান 

আর কইরো না কোন অভিমান 

আর কইরো না কোন অভিমান

তোমার কি বা আছে আমায়

দেবার ও মতন 

ওগো প্রানের রসিক সুজন

তোমার প্রেমের তরে বিলাই দিমু

এই দেহ এই প্রাণ 

ওগো কলিজার আধখান

তোমার ফাকা কথায় মন গলবেনা 

ওহে মন দেওয়ান 

তোমার ফাকা কথায় মন গলবেনা 

ওহে মন দেওয়ান 

আর কইরো না কোন অভিমান 

আর কইরো না কোন অভিমান

তুমি বন্ধু আমার কাছে 

আসমানের ও চান

তুমি বন্ধু আমার কাছে 

আসমানের ও চান

আর কইরো না কোন অভিমান 

আর কইরো না কোন অভিমান

মিস্টি মিস্টি কথা কইয়া 

মারলা প্রেমের বান 

মিস্টি মিস্টি কথা কইয়া 

মারলা প্রেমের বান

আর কইরো না কোন অভিমান 

তুমি বন্ধু আসলে পাষাণ 

আর কইরো না কোন অভিমান 

তুমি বন্ধু আসলে পাষাণ।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *