Asmaner Chan (আসমানের চান) Bangla Lyrics By Gamcha Palash & Tithy.
Asmaner Chan (আসমানের চান) Bangla Lyrics By Gamcha Palash & Tithy.
Song : Asmaner Chan
Singer : Gamcha Palash & Tithy
Lyrics & Tune : Gamcha Palash
Label : Gamcha Palash
Asmaner Chan Bangla Lyrics
তুমি বন্ধু আমার কাছে
আসমানের ও চান
তুমি বন্ধু আমার কাছে
আসমানের ও চান
আর কইরো না কোন অভিমান
আর কইরো না কোন অভিমান
মিস্টি মিস্টি কথা কইয়া
মারলা প্রেমের বান
মিস্টি মিস্টি কথা কইয়া
মারলা প্রেমের বান
তুমি বন্ধু আসলে পাষাণ
তুমি বন্ধু আসলে পাষাণ
ছোট কালে খেলার ছলে
বইসা নিরলে
কথা কইছি দুইজনে
রাখো তোমার মিস্টি কথা
তোমার সনে করবো না প্রেম জীবনে
ওগো তুমি আমার মনের মানুষ
আধা ভাট পরান
ওগো তুমি আমার মনের মানুষ
আধা ভাট পরান
আর কইরো না কোন অভিমান
আর কইরো না কোন অভিমান
তোমার কি বা আছে আমায়
দেবার ও মতন
ওগো প্রানের রসিক সুজন
তোমার প্রেমের তরে বিলাই দিমু
এই দেহ এই প্রাণ
ওগো কলিজার আধখান
তোমার ফাকা কথায় মন গলবেনা
ওহে মন দেওয়ান
তোমার ফাকা কথায় মন গলবেনা
ওহে মন দেওয়ান
আর কইরো না কোন অভিমান
আর কইরো না কোন অভিমান
তুমি বন্ধু আমার কাছে
আসমানের ও চান
তুমি বন্ধু আমার কাছে
আসমানের ও চান
আর কইরো না কোন অভিমান
আর কইরো না কোন অভিমান
মিস্টি মিস্টি কথা কইয়া
মারলা প্রেমের বান
মিস্টি মিস্টি কথা কইয়া
মারলা প্রেমের বান
আর কইরো না কোন অভিমান
তুমি বন্ধু আসলে পাষাণ
আর কইরো না কোন অভিমান
তুমি বন্ধু আসলে পাষাণ।।